রিচা দত্ত,মুর্শিদাবাদঃ


বিশ্ব শৌচাগার প্রতিযোগিতায় দেশের পঁচিশটি রাজ্যের চারশো বারোটি জেলার মধ্যে প্রথম দশে আছে মুর্শিদাবাদ।দেশজুড়ে ৯-১৯ নভেম্বর পানীয় জল এবং ড্রিঙ্ককিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্ট আয়োজিত বিশ্ব শৌচাগার দিবস প্রতিযোগিতায় প্রথম দশে স্থান করল মুর্শিদাবাদ জেলা।
মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল প্রথম দশে স্থানাধিকারী জেলার জেলাশাসক স্বচ্ছ ভারত মিশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অক্ষয় কুমারের পরবর্তী সিনেমায় যোগ দিতে পারবেন।এছাড়াও শৌচাগার নিয়ে কথা আলোচনা পারবেন ওনার সাথে।জেলা প্রশাসনের পক্ষ থেকে শৌচাগার নিয়ে সচেতন করা থেকে তার ব্যবহার নিয়ে যে পর্যায়ে ভোরবেলায় ট্রিগারিং, ইমামদের নিয়ে আলোচনা,গোষ্ঠীর মহিলা ও কন্যাশ্রী যোদ্ধা সকলেই এই নির্মল বাংলা মিশন প্রকল্পে যুক্ত হয়।বেশ কয়েকবার জেলা শাসক ড: পি. উল্গানাথন নিজে বিভিন্ন আধিকারিকদের নিয়ে গ্রামে গ্রামে উন্মুক্ত শৌচকর্ম করতে নিষেধ করতে কর্মসূচি করে।
আজ সেই উপলক্ষে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক ডক্টর পি. উল্গানাথন মুম্বায়ে তাজ প্যালেস হোটেলে অক্ষয় কুমারের হাত থেকে স্মারক নিলেন প্রতিযোগিতায় সেরা দশে স্থান পাওয়ায়।


আরও পড়ুন: মকর সংক্রান্তির ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন বুলবুলি লড়াই ঘিরে উদ্দীপনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584