জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
সামনে দুর্গা পুজো আর তার আগেই মুর্শিদাবাদের পাট চাষের লভাংশ দিয়ে সংসারের মুখে হাসি ফোটায় পাট চাষীরা। তবে এবার অনেক জমিতেই পাট চাষ হয়েছে কিন্তু বেশি পরিমানে বৃষ্টি হওয়ার ফলে জল জমেছে পাট গাছের গোড়ায় । যার জেরে সেইভাবে পাট গাছ বড় হতে পারেনি।
চাষীরা জানাচ্ছেন, প্রথম দিকে পাট উঠার সময় পাটের দাম কুইন্টাল প্রতি ৮ আট হাজার টাকার বেশি ছিল কিন্তু বর্তমানে পাটের দাম কুইন্টাল প্রতি মাত্র ৫ পাঁচ হাজার টাকা। কিন্তু এক বিঘা জমিতে পাট চাষ করলে যা খরচ তাতে লাভের অংক পাট চাষীদের কাছে থাকে না বললেই চলে। পাট গাছ অর্থাৎ পাটকাঠি বিক্রি করে কিছুটা অর্থ উপার্জন করে পাট চাষীরা। যার ফলে ক্ষতির মুখ দেখছেন কান্দি তথা মুর্শিদাবাদের পাট চাষিরা।
যদিও সরকারি প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিছু অর্থ সাহায্য পেয়েছেন মুর্শিদাবাদের সামান্য কিছু পাট চাষিরা, কিন্তু তারা জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে যদি সার, বীজ দেওয়া হত পাট চাষীদের তাহলে লাভের অংকটা তারা ভালই পেতেন।
আরও পড়ুনঃ দুঃস্থ ও মেধাবী পড়ুয়াদের পাশে আল আমান ফাউন্ডেশন
তবে মোটামোটি ভাবে পাট চাষ হয়েছে মুর্শিদাবাদ জেলাতে এবছর, সব মিলিয়ে সোনালী আঁশ অর্থাৎ পাট চাষে লাভ না হওয়ায় একরাশ হতাশা নিয়ে দিন গুনছে মুর্শিদাবাদের পাট চাষীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584