নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
রুজির টানে পাঁচ মাস আগে মুর্শিদাবাদের ডোমকল থানার কুচোমোড়া মাঠপাড়া গ্রাম থেকে কেরালায় পাড়ি দিয়েছিলেন আনছার আলী শেখ (৪৭)।
সেখানে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি। হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। পাশাপাশি ট্রেন চলাচলও বন্ধ হয়ে পড়ায় সেখানেই আটকে পরেন তিনি। রুজি রুটি না থাকায় মানসিক অবসাদে ভুগতে থাকেন তিনি।
আরও পড়ুনঃ নারায়ণগড়ের একাধিক এলাকায় স্যানিটাইজ করার কাজ শুরু
নিত্যদিন পরিবারের সাথে কথাও হত উনার। অকস্মাৎ অবসাদ থেকেই কেরলে থাকা অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হয় আনসারের। পরিবার সূত্রে খবর, লকডাউনের কারণে কাজ বন্ধ হয়ে যায়, যদিও প্রতিদিনই একবার করে কথা হত উনার সাথে পরিবারের।
কিন্তু কাজ না থাকায় সেখানে বসেই দিন কাটাতে হতো এবং তা থেকে হতাশার সৃষ্টি হয়। সংসারের কথা চিন্তা করতেন।
পরিবারের লোকজনের জন্য কিভাবে খাবার যোগান করবেন তা নিয়েও ভাবতেন। এদিকে তিনি বাড়ি ফিরতেও পারছিলেন না। এইসব চিন্তা থেকেই তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন পরিবার। তাদের পরিবারের একমাত্র রোজকার ছিলেন তিনি, এখন পরিবারের সকলে চিন্তায় কিভাবে সংসার চলবে তাদের?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584