অধীর চৌধুরীকে ‘কাঠি বাবা’ বলে কটাক্ষ তৃণমূলের

0
320

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

অধীর চৌধুরীকে “কাঠি বাবা” বলে কটাক্ষ করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি অশোক দাস। মঙ্গলবার বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক ডেকে অশোক দাস বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে চলেছেন।

Ashok Das | newsfront.co
অশোক দাস, তৃণমূল নেতা। নিজস্ব চিত্র

আর বহরমপুর সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী “কাঠি বাবা” সেখানে বসে কাঠি নাড়াচ্ছেন। এছাড়াও এখানকার অধীর চৌধুরীর চ্যালাচামুণ্ডাদের “ঢেকো” বলে কটাক্ষ করে বলেন কাঠি বাবার যারা ঢাক বাজায় সেই সব “ঢেকোরা” তৃণমূল সরকারের নামে বদনাম রটাচ্ছে।

আরও পড়ুনঃ জমানো রসদ শেষ, সাইকেল করে বাড়ির পথে শ্রমিকের দল

Jayanta Das | newsfront.co
জয়ন্ত দাস, কংগ্রেস নেতা। নিজস্ব চিত্র

পাশাপাশি জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন যারা অধীর চৌধুরীকে কাঠি বাবা বলে কটাক্ষ করছেন সেই সব “ঝোলা বাবারা” প্রতিমুহূর্তে রং বদলাচ্ছে। এক সময় এই ঝোলা বাবারা অধীর চৌধুরীর জয়ঢাক বাজাতো।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করায় ধৃত ২

তারা আজ মমতা বন্দোপাধ্যায়ের বন্দনা গাইছেন আগামীকাল পদ্মফুলের দিলীপ ঘোষের বন্দনা গাইবেন। তাই সেইসব “ঝোলা বাবাদের” বক্তব্যকে আমরা গুরুত্ব দিই না। ঝোলা বাবাদের দলের লোকেরা রেশনের চাল মেরে খাচ্ছে সেটা জেলার লোক সবাই জানে। অধীর চৌধুরী কে? এবং তিনি কোন চেয়ারে বসেন তা জেলা তথা রাজ্যের লোক ভালো করেই জানেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here