অ্যামাজন প্রাইম নিয়ে এল ‘ফোর মোর শটস্ প্লিজ’ সিজন টু-এর মিউজিক অ্যালবাম

0
79

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধে নেমেছে ভারতবাসী। এই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। কোভিড-১৯-এর হাত থেকে বাঁচতে আপাতত হোম কোয়ারান্টাইনই একমাত্র সম্বল। ঠিক এমন সময়ে অ্যামাজন প্রাইম নিয়ে এল অ্যামাজন অরিজিনাল সিরিজ ‘ফোর মোর শটস্ প্লিজ’ সিজন টু-এর মিউজিক অ্যালবাম। এই অ্যালবামে ৭টি নতুন মিউজিক ট্র্যাক রয়েছে।

amazon prime | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

এছাড়াও এই অ্যালবামে মিকি মকলেরির কণ্ঠে এবং দর্শন রাভলের কণ্ঠে একটি করে রিমিক্স গান রয়েছে। মিকি মকলেরির গাওয়া ‘ফোর মোর শটস্ প্লিজ’ এবং দর্শন রাভলের গাওয়া ‘ইয়ারা তেরি ইয়ারি’ গানটির রিমিক্স ভার্সনটি গেয়েছেন ডিজে অখিল তালরেজা। এই বিশেষ সাউন্ড ট্র্যাকটি অ্যামাজন প্রাইম ভিডিওতে শুনতে পাবেন শ্রোতারা।

আরও পড়ুনঃ এবার ‘সেনাপতি’র দ্বিতীয় সিজন নিয়ে আসছে আড্ডা টাইমস

এছাড়া অ্যামাজন প্রাইম মিউজিকেও এই বিশেষ সাউন্ড ট্র্যাকটি পাওয়া সহজলভ্য হবে। দর্শন রাভলের ‘ইয়ারা তেরি ইয়ারি’ গানটি মূলত বন্ধুত্বের গান। এই গানে বন্ধুত্বের অস্তিত্ব খুঁজে পাবেন শ্রোতাবৃন্দ। চারজন প্রিয় বান্ধবীর গল্প নিয়ে তৈরি ‘ফোর মোর শটস্ প্লিজ’এর দ্বিতীয় সিজনের গল্প। চারজনই নিজেদের মতো করে জীবনযাপন করে।

প্রত্যেকে আলাদা আলাদাভাবে কোনও না কোনও সম্পর্কে জড়িয়ে পড়ে এবং প্রত্যেকের জীবনেই কিছু সমস্যা দেখা দেয়। বাকিটা জানতে হলে চোখ রাখতে হবে অ্যামজন প্রাইমে। ১৭ এপ্রিল অ্যামজন প্রাইম নিয়ে এসেছে এই ওয়েব সিরিজটির দ্বিতীয় সিজন। ‘ফোর মোর শটস্ প্লিজ’ সিজন টু-এর মিউজিক অ্যালবামে কোন ৭টি গান রয়েছে, তা দেখে নিন এক ঝলকে।

১) গান- ব্ল্যাক টুগেদার। শিল্পী- সাঁচি রাজাধ্যাকস্। কম্পোসর- অচিন্ত টক্কর এবং মিকি মকলেরি। কথা- অচিন্ত টক্কর, সাঁচি রাজাধ্যাকস্ এবং মিকি মকলেরি।

২) গান- জো মেরা দিল কারে। শিল্পী- কাপ্রিলা কেসিং। কম্পোসর- পার্থ পারেখ, অচিন্ত টক্কর, আইপি সিং এবং মিকি মকলেরি। কথা- আইপি সিং এবং মিকি মকলেরি।

৩) গান- কিলিন ইট্। শিল্পী- নাতানিয়া লালবানি। কম্পোসর- নাতানিয়া লালবানি এবং মিকি মকলেরি। কথা- নাতানিয়া লালবানি।

৪) গান- ললিপপ। শিল্পী- পিঙ্কি মায়দাসানি। কম্পোসর- পার্থ পারেখ এবং মিকি মকলেরি। কথা- সন্দীপ তানেজা।

৫) গান- সিক্সটিন। শিল্পী- মেধা সাহি। কম্পোসর- নাতানিয়া লালবানি এবং মিকি মকলেরি। কথা- নাতানিয়া লালবানি এবং মিকি মকলেরি।

৬) গান- ওয়ার্নিং সিঙ্গস্। শিল্পী- জো সিদ্ধার্থ। কম্পোসর- নাতানিয়া লালবানি এবং মিকি মকলেরি। কথা- অচিন্ত টক্কর এবং মিকি মকলেরি।

৭) গান- ইওর বডি অন্ মাই বডি। শিল্পী- নাতানিয়া লালবানি। কম্পোসর- নাতানিয়া লালবানি, পার্থ পারেখ এবং মিকি মকলেরি। কথা- নাতানিয়া লালবানি এবং মিকি মকলেরি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here