মুক্তি পেল সুরকার ডাবু মালিকের প্রথম বাংলা গান

0
206

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

খ্যাতনামা সঙ্গীত পরিচালক ডাবু মালিক নিজের ‘এম ডব্লু এম এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে একজন স্বতন্ত্র সুরকার হিসেবে তাঁর প্রথম বাংলা গান ‘না বলা কথা’ প্রকাশ করলেন। সৃজিত গানটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, গানটি লিখেছেন লিপি।

প্রাণবন্ত এই গানটি কলকাতা শহরে চিত্রিত হয়েছে। আধুনিক বাংলা গানের জগতে তাঁর এই আত্মপ্রকাশ নিয়ে ডাবু মালিক বললেন, “আমি সবসময় মেলোডি নির্ভর সংগীত পছন্দ করি। আমি জানি বাঙালি শ্রোতার ভাল গানের প্রশংসা করেন। বাংলা গানের ঐতিহ্য রয়েছে এবং বাংলাতে একটি গান তৈরির স্বপ্ন আমার অনেক দিনের। কাজটা খুব চ্যালেঞ্জিং ছিল। আধুনিক বাংলা গানের জগতে আমার তাই আসা।”

এই গানটি তৈরি হল কীভাবে ? ডাবু মালিক জানান- “একদিন বিকেলে আমি সৃজিতের সাথে আড্ডা দিচ্ছিলাম যিনি ম্যায়নে দিল তুঝকো দিয়া-তে আমার প্রথম হিন্দি চলচ্চিত্রে গান গেয়েছিলেন এবং আমরা বলছিলাম আমাদের নতুন কিছু করা উচিত। খুব পরিশ্রমী সৃজিত। আমি মনে করেছিলাম যে তিনি গানটির জন্য যোগ্য ছিলেন।

হঠাৎই ‘না বলা কথা’ গানটা কম্পোজ করি এবং সৃজিতের কণ্ঠে গানটা শুনে আমি খুব উচ্ছ্বসিত হই। তাই আমরা এখানে এসেছি। এমনকি বাংলা ছবিতেও মিউজিক তৈরির জন্য অপেক্ষা করছি। মায়ের আসার মাসে আমাদের গানটা মুক্তি পেল আশা করি তিনি আশীর্বাদ করবেন।”

daboo malik | newsfront.co
ডাবু মালিক

আরও পড়ুনঃ তাপস বাপি’র কথায় মুক্তি পেল মহীনের ‘বন পাখি’

সৃজিত বললেন, “এটি সত্যই একটি প্রাণবন্ত গান I আমি আশা করি শ্রোতা এটি বারবার শুনতে পছন্দ করবেন। কারণ এটি মালিক ঘরানার সুর এবং লিপির লেখা গানের কথাও খুব সুন্দর। আমি গানটা খুব উপভোগ করে গেয়েছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here