নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
গান, ফুল আর শিশু ভালোবাসে না এমন মানুষ এই পৃথিবীতে বিরল। প্রাকৃতিক নিয়মে জন্ম নেয় শিশু আর ফুল। ওদিকে কথা দিয়ে, তাতে সুর ঢেলে সৃষ্টি হয় সঙ্গীত। সঙ্গীত প্রাণ পায় না সুরস্রষ্টার কেরামতি ছাড়া। আর সেই কেরামতিতে নজির সৃষ্টি করা এক জোড়া নাম নাদিম-শ্রাবণ।
একজনের নামের সঙ্গে আরেকজনের নাম উচ্চারিত হয়। এ যেন দুটি নাম নয়, প্রথম নামের পদবী দ্বিতীয় নামটি।এই যুগলের সুরে গান গেয়েছেন বহু কিংবদন্তি সঙ্গীত শিল্পী৷ নব্বইয়ের দশকের একের পর এক হিন্দি ছবির গান ছিল তাঁদেরই দখলে৷
ধড়কন, সাজন, পরদেশ, আন্দাজ, দিওয়ানা, বরসাত, দিলওয়ালে, আশিকি, জান তেরে নাম সহ একাধিক হিট ছবির গান এসেছে তাঁদের হাত ধরে।সেই সময় প্রেমে, বিরহের সাক্ষী ছিল এই জুটির গান। ‘তুম দিল কি ধড়কন মে’ গানে প্রেম নিবেদন থেকে শুরু করে ‘তেরি উম্মিদ তেরা ইন্তেজার করতে হ্যায়’ অবধি বিরহের গান সবেতেই ছিল এই জুটির আধিপত্য।
আরও পড়ুনঃ প্রথম ডোজ নেওয়ার পরও আক্রান্ত সস্ত্রীক কৌশিক সেন
আজও সেই সব গান মানুষের মুখে মুখে ফেরে। এহেন সব গানের দুই স্রষ্টা নাদিম-শ্রাবণের পথ আজ বেঁকেছে দুদিকে। নাদিমকে একা করে দিয়ে ছুটি নিলেন শ্রাবণ। শ্রাবণহীন নাদিম আজ বড় একা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584