শমিক লিখলেন ‘আত্মহত্যার খসড়া’

0
63

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার মিউজিক ভিডিওর রসদ হল ‘আত্মহত্যা’। শহর এবং শহরের বাইরে একের পর এক আত্মহত্যার ঘটনার ফলশ্রুতি এই মিউজিক ভিডিও। আত্মহত্যার কারণ হিসেবে হতাশা আর যন্ত্রণাকেই মূলত দায়ী করি আমরা। এ ছাড়া প্ররোচনা আরেকটি দিক।

Atmahatta Khasra | newsfront.co

‘আত্মহত্যার শহর’-এর নির্মাতা শমিক রায় চৌধুরী। গানের কথা শমিকেরই লেখা। ট্র্যাড়কটি প্রযোজনা করেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। চয়ন চক্রবর্তী গিটার বাজিয়ে গানটি মিশিয়েছিলেন। গানটি তৈরি হয়ে যাওয়ার পরে, শমিক একটি মিউজিক ভিডিও করার পরিকল্পনা করেন। তবে বিশ্বব্যাপী লকডাউনের বর্তমান পরিস্থিতিতে শুটিং করা বেশ কষ্টসাধ্য ছিল। তাই একটি আইফোনে ডিওপি প্রসেনজিৎ কোলের সঙ্গে একটি হোম শ্যুট করার পরিকল্পনা করেন এবং শেষ পর্যন্ত ওই একই ফোনে শমিক মিউজিক ভিডিওটির সম্পাদনা করেন।

Aatmahattar khasra | newsfront.co

আরও পড়ুনঃ বিদেশে পাড়ি দিল ‘ডিস্টার্বড’

প্রসঙ্গত, শমিক আদতে চলচ্চিত্র পরিচালক৷ তবে, ‘৮৯- দ্য ফিল্ম’, ‘আমি জয় চ্যাটার্জি’, ‘তৃতীয় অধ্যায়’ এবং ‘ডি-মেজর’-এর মতো চলচ্চিত্রের সুর ও সংগীত রচনা করেছিলেন। ‘তৃতীয় অধ্যায়’-এ নিজের লেখা ও সুরের গানটিও গেয়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ লকডাউনে ‘স্যুটকেস’ হাতে কোথায় চললেন কৌশিক-দেবলীনা?

শমিক ভিএফএক্সের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করতেন এবং লাইফ অফ পাই, নাইট এ মিউজিয়াম-এও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শমিক রায় চৌধুরী, চয়ন চক্রবর্তী এবং শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের ত্রিমুখী উদ্যোগে খুব শীঘ্রই আসছে ‘আত্মহত্যার খসড়া’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here