করোনা মোকাবিলায় শুভমের রবীন্দ্র নিবেদন ‘ভারত ভাগ্য বিধাতা’

0
82

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এবং করোনা মোকাবিলায় শুভম রায়ের পরিচালনায় ২৫ বৈশাখ মুক্তি পাবে মিউজিক ভিডিও ‘ভারত ভাগ্য বিধাতা’। গানটি রিলিজ করবে PiXoticA Entertainment এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে।

Bharata Bhagya Bidhata | newsfront.co

সঙ্গীতায়োজনে দেবব্রত মজুমদার (পিকু)। গানটি গেয়েছেন আদৃতা ঝিনুক এবং মুন্না হালদার। গানটিতে লিপ দিয়েছেন একঝাঁক টলিউড অভিনেতা, অভিনেত্রী, সঞ্চালক এবং সঙ্গীতশিল্পীরা।

আরও পড়ুনঃ ‘এত শুধু গল্প নয়’-এর হাত ধরে ফিরল ভাদু

director | newsfront.co

রয়েছেন ইন্দ্রনীল মল্লিক (অভিনেতা), অনিন্দ্য ব্যানার্জি (অভিনেতা), অমিতাভ ভট্টাচার্য (অভিনেতা), রাজদীপ সরকার (অভিনেতা), দেবাশিস গাঙ্গুলি (অভিনেতা), শৈবাল দত্ত (অভিনেতা), রুমেলা চ্ক্রবর্তী (সঞ্চালক), স্নেহা মুখার্জি (অভিনেত্রী), অর্পিতা মণ্ডল (অভিনেত্রী), দীপান্বিতা নাথ (অভিনেত্রী), ইভলিনা চক্রবর্তী (অভিনেত্রী), শ্রেষ্ঠা প্রামাণিক (অভিনেত্রী) এবং সোমপর্না (সঙ্গীতশিল্পী)। পরিচালক শুভম রায় বলেন- ”কোভিড ১৯- এর কারণে যে সব লোকেরা ডিপ্রেসান এ চলে যাচ্ছেন তাঁদের পুনরায় উদ্বুদ্ধ করে তুলতেই এই গান।’ গানটির পোস্টার ডিজাইন করেছেন অভ্রনীল দাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here