হাজির নতুন মিউজিক ভিডিও ‘এসো মা শান্তি হাতে’

0
146

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

মহালয়া মনে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। কিন্তু এবছর তেমনটা হল না। কারণ সাধারণত মহালয়ার এক সপ্তাহ বাদে দুর্গা পূজা হলেও এবছর মহালয়ার ৩৫ দিন বাদে দুর্গাপুজো। শুধু পুজো কেন, সব দিক থেকেই বছরটা অন্যরকম।

Music video | newsfront.co

সমগ্র পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছে এই করোনা নামক মহামারী। ইতিমধ্যেই সে কেড়ে নিয়েছে বহু সজীব প্রাণ। মানুষের মন ভাল নেই। দীর্ঘদিন মানুষ গৃহবন্দি। যদিও এখন আস্তে আস্তে সব স্বাভাবিক হচ্ছে। বিনোদন ইন্ডাস্ট্রিও ক্রমশ স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে।

আরও পড়ুনঃ মিস অ্যান্ড মিসেস ফেস অফ ইন্ডিয়ার ফাইনালে জিনিয়া রায় চৌধুরী

আর এবার এই পরিস্থিতিতে বড় প্রাপ্তি- ‘আর জে ফিল্মস অ্যান্ড ওয়ার্কশপ’-এর (RJ films & Workshop) উদ্যোগে তৈরি মিউজিক ভিডিও ‘এসো মা শান্তি হাতে’। এই অশান্ত সময়ে শান্তির বার্তা বয়ে আনে এই আগমনী ভিডিও।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীকে টুইটে খোলা চিঠি দিলেন কৌশিক গাঙ্গুলি

প্রসঙ্গত, আর জে ফিল্মস এর আগামী ছবি ‘ওয়ার’। তাদেরই এই প্রয়াস। ভিডিওটির মিউজিক কম্পোজ করেছেন ও গান গেয়েছেন ইন্দ্রনীল। পরিচালনায় রূপম, প্রযোজনায় সৃজিত এবং ভিডিওতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রতীক ও ডালিয়া।

চিত্রগ্রহণে রাজ এবং সৌপ্তিক, সম্পাদনায় রাকেশ। এই রোম্যান্টিক মিউজিক অ্যালবামটি আর জে টকিজের ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here