নতুন পৃথিবী- আমরাই গড়ব, চমক টিজার পোস্টারে

0
100

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আজ এই দুঃসময়ে দাঁড়িয়ে একটা নতুন, রোগমুক্ত পৃথিবীর স্বপ্ন আমরা কে না দেখছি বলুন তো? স্বপ্ন ভাঙলে যখন দেখি সব জায়গায় ঝুলছে তালা তখন নিমেষে ভেঙে চুরমার হয়ে যায় মনটা। আর সেই ভাঙা মনটাকে জোড়া দিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখার শক্তি জোগাতে আসছে মিউজিক ভিডিও ‘নতুন পৃথিবী- আমরাই গড়ব’। পরিচালক সুব্রত শর্মা।

Natun prithibi | newsfront.co

সম্প্রতি সামনে এসেছে গানটির টিজার পোস্টার। গানটি দর্শককে আলাদা একটা আবেশ দেবে বলে আশাবাদী পরিচালক। গানের কথা লিখেছেন সুব্রত শর্মা। সুর এবং সঙ্গীতায়োজনে সুব্রত শর্মা এবং প্রসূণ দাস।

আরও পড়ুনঃ এক অন্ধের জীবন কাহিনী নিয়ে আসছে ‘ব্ল্যাক’

গান গেয়েছেন সায়নী পালিত, অভিরাজ দাশগুপ্ত, মৃণ্ময় দে, প্রসূণ দাস। এস এস ডি ভেঞ্চারের নিবেদনে স্কোয়্যার এন্টারটেনমেন্টের সহযোগিতায় দর্শক-শ্রোতার মন ভরাতে আসছে এই মিউজিক ভিডিও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here