আজহার হুসেইন, কাশ্মীর:
করোনা অতিমারির মাঝেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায় এক বয়স্ক কাশ্মীরি পন্ডিতের শেষকৃত্যের ব্যবস্থা করলেন মুসলিম যুবককেরা।
দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলা বুচ্চু ট্রাল গ্রামের পন্ডিত জগরনাত বাটের মৃত্যু হয়।তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকার মুসলিম যুবকবৃন্দ হাজির হয়ে যায়। শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় কাঠ অন্যান্য ব্যবস্থা করে তারা।
জানা গেছে যার ১৯৯০ এর দশকে কাশ্মীরি পণ্ডিতরা জম্মু ও দেশের অন্যান্য জায়গায় কাশ্মীর ছেড়ে চলে গেলেও ৯৫ বছর বয়সী জাগর নাথ বাট থেকে গিয়েছিলেন।
স্থানীয় যুবক আব্দুল গনি জানান, “তাঁর ব্যক্তিত্ব ছিল অসাধারণ ও তাঁকে সবাই খুবই ভালবাসতেন।”আরেক যুবক আজাজ আহমেদ বলেন,”গ্রামের মানুষ তাঁর মৃত্যুতে শোকার্ত।”
আরও পড়ুন:সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: রমজান মাস ব্যাপী বৈষ্ণোদেবীতে সেহরি-ইফতার
জানা গেছে ঐ বয়স্ক ভদ্রলোক কো-অপারেটিভ ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত কর্মী। মৃত্যুর সময় তিনি রেখে গেলেন তাঁর এক পুত্র ও তিন কন্যাকে, যারা সকলেই প্রতিষ্ঠিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584