নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী থানার পাকুড় দিয়াড় এলাকায় এক বাগানে গৃহবধূর মৃতদেহ দেখে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জলঙ্গী থানার পুলিশ। দেহটি উদ্ধার করে সাদিখাঁন দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়নতদন্তের জন্য মর্গে পাঠান।
মৃত গৃহবধূর নাম সফিয়া বিবি(৩৫)। গত ১৭ বছর আগে বিয়ে হয়ে ছিল পাকুরদেয়ার এলাকার পিয়ারুল শেখ নামের এক ব্যক্তির সঙ্গে তাদের দুই সন্তান আছে , ছেলে সোনারুল ইসলাম (১৩)। মেয়ে সিমা খাতুন(১১)। এই ছোট পরিবার নিয়ে চলছিল প্রথম দিকে ভালোই চলছিল সংসার।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বিদেশী মদ সহ গ্রেফতার দুই পাচারকারী
তার পর থেকে পারিবারিক ঝামেলা চলতে থাকে দিনের পর দিন। মৃত পরিবারের দাবি যে তাদের মেয়েকে খুন করা হয়েছে।কেনো এই খুন সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। যদিও এখনও শ্বশুর বাড়ির কাওকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। যদিও এখনও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584