ঘোষিত মডেল স্টেশন নবদ্বীপধাম এতদিনে খোলা প্ল্যাটফর্মে শেড পাচ্ছে

0
829

শ্যামল রায়,নদীয়াঃ

চৈতন্য ভূমি নবদ্বীপ ধাম রেলইস্টেশন একটি মডেল রেলস্টেশনের কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজও পর্যন্ত নবদ্বীপ ধাম রেল স্টেশন মডেল স্টেশনের মর্যাদা যেমন পায়নি তেমনি উন্নয়নের দিক থেকে যতটা সফলতা দরকার তার কিছুই মেলেনি বলে অভিযোগ যাত্রীসাধারনের।

অনেক রকম অভিযোগ রয়েছে নবদ্বীপ ধাম রেলস্টেশনে আশা যাত্রীসাধারণের।
তবুও রাতের অন্ধকারে জোনাকির আলোয় যেন পথ চলতে দিসা দেবে যাত্রীসাধারণকে সেই রকমই একটি কাজ শুরু হয়েছে নবদ্বীপ রেল স্টেশনের প্লাটফর্মে শেড তৈরীর কাজ।
যদিও অনেক আগেই নবদ্বীপ ধাম রেলস্টেশন কে ঢেলে সাজানোর কথা ছিল কিন্তু অনেক দেরী হয়ে গেছে বলে কথা উঠেছে যাত্রী সাধারণের কাছে।
রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এল সরকার  জানিয়েছিলেন যে অনেক আগেই নবদ্বীপ ধাম রেলস্টেশনের প্ল্যাটফর্ম গুলিতে সম্পন্ন শেড তৈরীর কথা থাকলেও কোন বিশেষ কারণে হয়নি। সেখানে অভিযোগের আঙুল উঠেছে একটি যাত্রীসাধারণের প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে বিরুদ্ধে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বুদ্ধিমত্তার অভাবের কারণেই শেড তৈরি হয়নি বলে অভিযোগে জানা গিয়েছে। তবে দীর্ঘদিন বাদেই সেড তৈরির কাজ শুরু হওয়ায় খুশি যাত্রী সাধারন।
ইতিমধ্যেই শেড তৈরীর সমস্ত সরঞ্জাম গোডাউনে পড়তে শুরু করেছে এবং জানা গিয়েছে কাজ খুব শীঘ্রই শুরু হবে।
আরো জানা গিয়েছে যে ব্যান্ডেল কাটোয়া রেল শাখায় বাঁশবেড়িয়া থেকে মালিহাটি পর্যন্ত রেলস্টেশন গুলিতে বিভিন্ন প্লাটফর্মে শেড তৈরীর কাজ হবে। শেড তৈরীর কাজ শেষ হলে অনেক অসুবিধা থেকে রেহায় পাবেন যাত্রীসাধারণ।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে ইতিমধ্যেই নবদ্বীপ ধাম রেলস্টেশনসহ পূর্বস্থলী কালনা ধাত্রীগ্রাম সমুদ্রগড় ভান্ডার টিকুরি সহ প্রভৃতি রেলস্টেশনের উপর থেকে বহু নামিদামি গাছ কেটে ফেলা হয়েছে। নামিদামি গাছ কেটে ফেলার নাম করে বড় বড় গাছের গুড়ি সমেত কেটে ফেলার কারণে রোদ্দুরের হাত থেকে রেহায় পাচ্ছেনা যাত্রীসাধারণ। বেশিরভাগ রেলস্টেশন এই নেই প্ল্যাটফর্ম পর্যন্ত সম্পূর্ণ শেড।। অথচ নবদ্বীপ ধাম রেলস্টেশনসহ যে সমস্ত রেলস্টেশনের গাছ কেটে ফেলা হয়েছে তার মধ্যে নিয়মবিরুদ্ধ অনেক কিছু তথ্য লুকিয়ে আছে বলে অভিযোগ উঠেছে। বহু বেনিয়ম রয়েছে গাছ কাটার ভিতর। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দাদের সাথে যাত্রীসাধারণ। এই বিষয়ে অনেকেই মেনে নিতে পারেননি রেল কর্মচারী থেকে রেলের পুলিশ বিভাগের কর্মীরাও। অথচ কয়েক জন গাছ কাটার সাথে জড়িয়ে থেকে একটা অনিয়মের পক্ষে হেঁটেছেন বলে অভিযোগ এরপর অভিযোগ উঠেছে।
এছাড়াও আরও অভিযোগ উঠতে শুরু করেছে যে রেলের বেশকিছু আধিকারিক নবদ্বীপ ধাম রেলস্টেশনের উন্নয়নে কতটা মনোনিবেশ করেন উঠেছে প্রশ্ন? রেলস্টেশনের চত্বরজুড়ে টোটোর দাপট বিকেল হলেই যাতায়াতের পথ অবরুদ্ধ হয়ে পড়ে সাইকেল এবং মোটরবাইকে। অথচ ভ্রুক্ষেপ নেই রেল পরিষেবা যাত্রীসাধারণের সুবিধার্থের জন্য। বহু কিছু সঙ্গে একটা অমিল রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের সাথে যাত্রীদেরও।
রেলস্টেশনের উন্নয়ন সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল সাম্প্রতিককালে যোগদান করা আই ডাব্লু বিভাগের আধিকারিক দেবব্রত বালার সাথে। কিন্তু তিনি এতটাই ব্যস্ত থাকেন যে অনেক কিছুর উত্তর মেলে না। শুধুই মিটিং করছি বলে এড়িয়ে যান নানান ধরনের প্রশ্ন। আগামী দিন এই আধিকারিকের কাজকর্মের বিষয়ে বিস্তারিত প্রকাশিত হবে। শুধুই সময়ের অপেক্ষা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here