বিশ্ব নবী আগমন দিবস পালনে বর্ণাঢ্য শোভাযাত্রা

0
147

পল্লব দাস,নলহাটিঃ
‘জাশনে ঈদে মিলাদুন উৎসব’ পালিত হলো আজ।বীরভূমের নলহাটি শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন সহস্রাধিক মুসলিম সম্প্রদায়ের মানুষ।১৩ তম বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে আজ।রবিউল আওয়াল মাসের ১২ তারিখে এই অনুষ্ঠান পালন করা হয়ে থাকে।

বর্ণাঢ্য শোভাযাত্রায় সহস্রাধিক মানুষ। নিজস্ব চিত্র

এক যোগে এই শোভাযাত্রায় পা মেলালেন সব বয়সের মানুষ,ধার্মিকবানি লেখা ফ্লেক্স হাতে শোভাযাত্রায় দেখা গেল কিশোর যুবক দের। অন্যদিকে ফ্ল্যাগ হাতে কচিকাঁচারাও পা মেলাচ্ছিলো।

নবী জন্মদিনে শোভাযাত্রাঃ

 

সাউন্ড বক্স সহ ধার্মিক গান ও প্রচার বার্তা চলছিল,শহরবাসী প্রত্যক্ষ করল এক সুসংবদ্ধ মিছিল।ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনন্য নজির এই শহরে রয়েছে।

ধর্মীয় পতাকা সাথে উড়ছে জাতীয় পতাকা। নিজস্ব চিত্র

এই শোভাযাত্রায় ধার্মিক লেখনী যুক্ত পতাকার সাথে ভারতের জাতীয় পতাকা উড়তে দেখা গেল।শহরের মধ্যে এক দীর্ঘ মিছিল দেখতে চারপাশের মানুষ ভিড় করেছিল।শান্তিপূর্ণ ভাবে এই মিছিল শহর প্রদক্ষিণ করার পর শেষ হবে শহরের এক জুম্মা মসজিদে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here