পিয়ালী দাস, বীরভূমঃ
আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হওয়ার পর ক্ষোভে ফেটে পড়লেন বীরভূমের নলহাটির বিধানসভার সদ্য প্রাক্তন বিধায়ক মইনুদ্দিন শামস। নলহাটি বিধানসভায় প্রার্থী তালিকায় তার নাম না থাকার কারণে তিনি জানিয়ে দেন, তিনি ছেড়ে দিলেন তৃণমূল কংগ্রেস।
ক্ষোভ এবং চোখের জলে বিধায়ক মইনুদ্দিন শামস জানান, গত পাঁচ বছর ধরে এলাকায় তিনি অনেক কাজ করেছেন, তার বিরুদ্ধে মানুষের কোন অভিযোগ নেই, তবু কেন তাকে টিকিট দেওয়া হল না সে বিষয়ে তিনি কিছুই জানেন না। পাশাপাশি তিনি ঘোষণা করেন, তিনি অন্য কোনো রাজনৈতিক দল থেকে নলহাটি বিধানসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন। কোন দল থেকে লড়ব, কিভাবে লড়ব তা আগামী দু’দিনের মধ্যেই জানিয়ে দেব সাংবাদিক বৈঠক করে, বলে জানান তিনি।
আরও পড়ুনঃ প্রার্থী ঘোষণার পরই তৃণমূলের দেওয়াল লিখন শুরু ডোমকল মহকুমা জুড়ে
এই বিষয়টিকে একদম পাত্তা দেননি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন কে প্রার্থী হবে তা ঠিক করেছে দলের সর্বোচ্চ নেতৃত্ব। এই প্রথম নলহাটি কেন্দ্র থেকে ঘরের ছেলে রাজেন্দ্র প্রসাদ সিংহ তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়বেন। বিধানসভা নির্বাচনে রাজেন্দ্র প্রসাদ সিংহ খানিকটা অপ্রত্যাশিত ভাবে টিকিট পেয়ে খুশি। রাজেন্দ্র প্রসাদ সিংহ, এলাকায় রাজু বলে পরিচিত। তিনি বলেন, দল যোগ্য মনে করেছে তাই টিকিট দিয়েছে। মানুষের কাজ করার সুযোগ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনাকে ধন্যবাদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584