নিজস্ব প্রতিবেদক,কাটোয়াঃ
পূর্ব বর্ধমান কাটোয়া ২ ব্লকের নন্দীগ্রামে কথিত আছে,বহু প্রাচীন মন্দির ধ্বংসের মতো কালা পাহাড় দেবী মূর্তি ধংস করেছিলেন,সেই ধ্বংসের কিছু দেবী মূর্তি টুকরো পড়ছে যেটি নাকি নন্দেশ্বরী দেবী নাম প্রচলিত।আনুমানিক ১২০০ খ্রিস্টাব্দের এই দেবীর পুজোর ব্যবস্থা করেন বর্ধমান রাজা বিজয় চাঁদ মহাতাব শ্রাবণ মাসে শুক্লা চতুর্দশীতে মায়ের পুজোর ব্যবস্থা করে গিয়েছিলেন,কিছু মূর্তি অনেক কাল পূর্বে চুরি হয়ে যায়,বর্তমানে মায়ের মূর্তির ভগ্নাদেশ অবস্থায় বেহাল মন্দির সহ পড়ে আছে,শোনা যায় নাকি দেবীর মূর্তি কোষ্টিক পাথরের ছিলো,
এই নন্দেশ্বরী দেবীর আরেক নাম দশভূজা,আজও বহু দুর্দান্ত থেকে ভক্তরা নন্দীগ্রামে নন্দেশ্বরী দেবীর ভগ্নাদেশ মূর্তি দর্শন করতেন আসেন, এই গ্ৰামে বহু প্রাচীন নন্দেশ্বর শিবলিঙ্গসহ মন্দির আছে,গ্রামবাসীদের কাছ থেকে শোনা যায় নন্দেশ্বর দেব আর নন্দেশ্বরী দেবীর নাম অনুসারে নন্দীগ্রাম প্রতিষ্ঠা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584