নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
একাধিক সরকারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নন্দীগ্রাম ১ ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল ইসলাম। ১ নম্বর ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত-র অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় তাঁকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। সামসুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্যরাই।
চলতি বছর জানুয়ারি মাসে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের ৩ সদস্য সামসুলের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁদের অভিযোগ ছিল, ব্যাঙ্কে উচ্চপদে কর্মরত সামসুল নিয়ম বহির্ভূতভবে পঞ্চায়েত প্রধানের পদ দখল করে রয়েছেন। এমনকি এলাকার সরকারি গাছ কেটে বিক্রি করা, সাবমার্সিবল পাম্প না বসিয়ে সে টাকা আত্মসাৎ করা সহ একাধিক অভিযোগ রয়েছে সামসুলের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ সামশেরগঞ্জের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার মূল অভিযুক্ত
জেলা প্রশাসনকে এই বিষয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই তদন্ত রিপোর্টের নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের বিডিও সুমিতা সেনগুপ্ত নন্দীগ্রাম থানায় পঞ্চায়েত প্রধান সামসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও-র অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে সামসুলকে গ্রেপ্তার করে নন্দীগ্রাম থানার পুলিশ। সামসুলকে গ্রেপ্তারের পরে এলাকায় ব্যাপক অশান্তি সৃষ্টি করেন তার অনুগামীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584