মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
পৌরহিত্যে নারীর কোনো অধিকার নেই। মাসিক চলাকালীন তো নারীদের ঠাকুরঘরে যাওয়াও নিষেধ। এরপরেও একজন নারী সমাজের তৈরি এই নিয়মকে ভেঙে যখন পৌরহিত্য করে তখন যে সমাজের চোখে একটু হলেও ধাক্কা লাগে তা আর বলার অপেক্ষা রাখে না।
কয়েক বছর আগে শহরের একমাত্র মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক ঠিক এরকমই একটি দুঃসাহসিক কাজ করেছিলেন। তার কাজ দেখে সমাজের কেউ কেউ অসন্তুষ্ট হলেও পৌরহিত্য করার জন্য প্রশংসাও তিনি কম পাননি। সমাজের পুরোহিত মহলে রীতিমতো শিহরণ জাগিয়েছিল তার এই সাহসিকতা।
এই বাস্তবকেই ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’তে তুলে ধরতে চেয়েছেন পরিচালক অরিত্র মুখার্জী। সোমবার প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। আগেই প্রকাশ্যে এসেছে এই ছবির দুটি গান। সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সোমলতা আচার্য চৌধুরী-র কণ্ঠে সেই গান দুটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ১০ই ফেব্রুয়ারি কলকাতার এক অভিজাত শপিং মলে এই ছবির ট্রেলার লঞ্চ হল।
আরও পড়ুনঃ বাংলা সিনেমায় প্রথমবার স্পেস ফিকশন
এদিন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-র ট্রেলার লঞ্চে উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী, সোহম মজুমদার, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখার্জী, শুভাশিষ মুখার্জী, অম্বরিশ ভট্টাচার্য, মানসী সাহা, সোমা চক্রবর্তী, উজ্জয়িনী মুখার্জী, লগ্নজিতা চক্রবর্তী সহ অন্যান্য তারকারা।
এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী। ছবিতে একজন মহিলা পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নাম শবরী। শবরী সমাজের তথাকথিত প্রথাগুলি ভেঙ্গে সব বাধা অতিক্রম করে পৌরহিত্য করে।
যে সমাজে পুরোহিতের ভূমিকায় সবসময় পুরুষকেই দেখা যায় সেই সমাজে একজন সাধারণ মেয়ের পুরোহিত হওয়ার গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে সোহম মজুমদার-কে। ছবিতে শবরী-র শ্বাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন সোমা চক্রবর্তী।
আরও পড়ুনঃ অভিনেতা হিসেবে প্রথম অস্কার জয় ব্র্যাডপিটের, সেরা ছবি-পরিচালকের নজর কাড়ল ‘প্যারাসাইট
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপিকা নন্দিনী ভৌমিক বলেন, তাদের এই লড়াইটা কিভাবে মানুষের মনের দরজায় টোকা মারে সেই চিত্রই এই ছবিতে তুলে ধরেছেন পরিচালক। ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন তিনি। ছবির ট্রেলার দেখে চোখে জল এসে গিয়েছিল তার।
আরও পড়ুনঃ শক্ত বুনটে তৈরি ‘শব্দ জব্দ’, ট্রেলারেই গা ছমছম
দৃশ্যগুলি দেখে আবেগ আপ্লুত মহিলা পুরোহিত নন্দিনী। ছবির শুটিং-এর সময় ঋতাভরীকে সাহায্য করেন নন্দিনী ভৌমিকের ছাত্র পোখরাজ চক্রবর্তী। তিনি বলেন, ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ শুধুমাত্র মহিলা পুরোহিতের গল্প নয়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ্য সমাজে চলে আসা প্রথাগুলি যে বেদ উপনিষদের বাস্তবতা থেকে অনেকটা দূরে সেটাই পর্যালোচনা করার জন্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে।
পরিচালক অরিত্র মুখার্জী বলেন, তার পরিচালিত প্রথম ছবিতে এরকম একটা অন্যরকম কনসেপ্ট। তিনি এই চ্যালেঞ্জটা নিয়েই ছবি তৈরি করেছেন। বরাবরই চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, মহিলা পুরোহিতকে কখনো বড়োপর্দায় দেখেননি তিনি। এই ছবিটিতে মহিলা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে পেরে খুশি ঋতাভরী।
সংস্কৃত মন্ত্র মুখস্থ করতে কতদিন সময় লেগেছিল ঋতাভরীর? এই প্রশ্ন করতেই তিনি বলেন, মানে বুঝে যে কোনো কিছু মুখস্থ করতে বেশি সময় লাগে না। স্কুলে পড়াকালীন সংস্কৃৃতকে অপছন্দই করতেন তিনি। তবে এই ছবির জন্য সংস্কৃতের সাথে তার আলাদা একটা বন্ধুত্ব হয়।
ছবি প্রসঙ্গে অভিনেতা সোহম মজুমদার বলেন, সব মেয়েকেই যে এইরকম পুরোহিত হতে হবে তার কোনো মানে নেই। যে নারী যে বিষয়ে পারদর্শী তার সেই বিষয়টাকে সঙ্গী করেই জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সমাজের কোনো বাধা যেন তাকে আটকাতে না পারে।
যারা সমাজের এইসব বাধা অতিক্রম করে এগিয়ে যেতে চায়, শবরী সেইসব নারীর অনুপ্রেরণা। ছবিতে শবরী-র ননদের চরিত্রে অভিনয় করেছেন তানিকা বসু। এইরকম একটি অন্যধরণের ছবিতে কাজ করতে পেরে খুশি তিনি।
শবরী-র গোপন কম্ম জানার জন্য আর মাত্র কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। এবছর আন্তর্জাতিক নারীদিবসের দুদিন আগেই বড়পর্দায় আসছে এই ছবিটি। উইন্ডোজ প্রযোজিত ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’ মুক্তি পাবে ৬ই মার্চ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584