নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’ কিংবা ‘বাঁটুল দি গ্রেট’ কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। তাঁর সঙ্গে টেনিস খেলোয়াড় মৌমা দাস-সহ মোট ৭ জন বাঙালি পাচ্ছেন ভারত সরকারের এই পুরস্কার। প্রতি বছরের মতো প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্র।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত ২০২১-এর তালিকা অনুযায়ী সর্বোচ্চ পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ পাচ্ছেন মোট ৭ জন। পদ্মভূষণ সম্মানে সম্মানিত হবেন ১০ জন। ১০২ জন রয়েছেন পদ্মশ্রীর তালিকায়। তবে এ বছর বাংলা থেকে কেউই ‘পদ্মবিভূষণ’ বা ‘পদ্মভূষণ’ সম্মান পাচ্ছেন না। বাংলার ৭ জনই পাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার।
বিদেশিদের বিভাগে এ বছর পদ্ম প্রাপকদের মধ্যে রয়েছেন মোট ১০ জন। তাঁদের মধ্যে পদ্মবিভূষণ পাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিঞ্জো আবে। রয়েছেন বাংলাদেশের দু’জন।
আরও পড়ুনঃ বাংলার নির্বাচনে হস্তক্ষেপের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের
বাংলার নারায়ণ দেবনাথ ছাড়া তালিকায় রয়েছেন ধর্মনারায়ণ বর্মা। কামতাপুরি ভাষার প্রসারে তাঁর অবদানের জন্য তাঁকে পদ্মশ্রীর জন্য মনোনীত করেছে ভারত সরকার। এই পুরস্কারের তালিকায় রয়েছেন শান্তিপুরের তাঁত শিল্পী বীরেনকুমার বসাক। তিনিও শিল্প বিভাগে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া সাহিত্য ও শিক্ষা বিভাগে পদ্মশ্রী পাচ্ছেন সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার।
বর্ধমানের শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় বছরে মাত্র ২ টাকার বিনিময়ে প্রায় ৩০০ ছাত্রছাত্রীকে নিজের বাড়িতে পড়ান। এ ছাড়া সমাজসেবার অনন্য নজির রাখার জন্য ভারত সরকার পদ্মশ্রী দিয়ে সম্মানিত করছে আদিবাসী সমাজের গুরুমা কমলি সোরেনকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584