গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তপ্ত নারায়নগড়ের ধানঘোরী

0
160

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

narayangarh hitted for group conflict
নিজস্ব চিত্র

তৃণমূলের এক গোষ্ঠীর কর্মী সমর্থকের বাড়ি ভাঙলো অপর এক গোষ্ঠীর কর্মী সমর্থকরা।মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের জয়ের পরেই মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর মারধরের ঘটনা ছিল অব্যাহত।

narayangarh hitted for group conflict
নিজস্ব চিত্র

এবার সেই ঘটনার উলটপুরান ঘটলো।শাসক দলের এক গোষ্ঠীর কর্মী সমর্থকের বাড়ি ভাঙচুরের অভিযোগ দলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানার ধানঘোরী গ্রামে।জানা গিয়েছে গতকাল রাতে তৃণমূলের এক গোষ্ঠী লক্ষ্মী শিটের ভাইয়ের বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূলের অপর গোষ্ঠীর কর্মীরা।মারধরও করা হয় বাড়ির মহিলাদের।তৃণমূল-তৃণমূল সন্ত্রাসে এলাকায় উত্তেজনা ছড়ায়।

আরও পড়ুনঃ ব্যাপক বোমাবাজিতে উত্তপ্ত চিলকিরহাট,অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

narayangarh hitted for group conflict
নিজস্ব চিত্র
narayangarh hitted for group conflict
গ্রামে ভাঙচুর ।নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত পঞ্চায়েত নির্বাচন থেকে এলাকায় সন্ত্রাস চালিয়ে ছিল বর্তমানে আক্রান্ত পরিবারের প্রাক্তন অঞ্চল সভাপতি লক্ষ্মী শীট । যে মকরামপুর এর তৃণমূলের পার্টি অফিসের বিস্ফোরণের ঘটনায় জড়িত ছিল।যার জন্য তাকে পুলিশ গ্রেফতারও করে।বেশ কিছুদিন জেল হেফাজত হয় তার।পরে জামিনে মুক্ত হয়ে এলাকায় এলে তার উপরে চড়াও হয় এলাকাবাসী।

narayangarh hitted for group conflict
নিজস্ব চিত্র

হাত ও পায়ে আঘাত নিয়ে ভর্তি হতে হয় মেদিনীপুর মেডিকেল হসপিটালে।এই ঘটনার বেশ কিছুদিন পরেই গত রবিবার রাতে আবার পুনরায় তার বাড়িতে আক্রমণ চালাল তাদেরই অপর গোষ্ঠী বর্তমান অঞ্চল সভাপতি নাগফুড়ি মূর্মুর লোকেরা।বাড়ির এডবেস্টার ভাঙচুর করা হয়।মারধর করা হয় বাড়ির সদস্যদের।ঘটনার মৌখিক অভিযোগ জানানো হয় নারায়ণগড় থানায় ।

পরে লিখিত অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন আক্রান্ত পরিবারের লোকেরা ।এলাকায় বর্তমান উত্তেজনা সৃষ্টি হয়েছে।যদিও এ ব্যাপারে মুখ খুলতে চাননি ব্লক সভাপতি মিহীর চন্দ তিনি জানান,” যা কিছু জানার জেলা থেকে জানুন আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here