মওলানা আবুল কালাম আজাদের জন্মদিন স্মরণে নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা

0
254

নিজস্ব সংবাদদাতা,ফরাক্কা

2008 সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার মওলানা আবুল কালাম আজাদের ভারতীয় শিক্ষা ব্যাবস্থায় অসামান্য স্বীকৃতি স্বরূপ তাঁর জন্ম দিবস 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন করার নির্দেশ দেয়। পশ্চিম বঙ্গের কয়েকটি জেলায় বিভিন্ন মাদ্রাসায় এই দিবস পালন হলেও জঙ্গিপুর মহকুমা সহ মুর্শিদাবাদ জেলায় কোন মাদ্রাসায় 2008 সালের পর মাওলানা আজাদের জন্ম দিবস 11এই নভেম্বর দিনটি জাতীয় শিক্ষা দিবস হিসাবে পালন হয়নি।এই মনীষীর ভারতীয় শিক্ষা ক্ষেত্রে যে অবদান তা দীর্ঘ 61 বৎসর পর 2008 সালের কেন্দ্রীয় সরকার অনুভব করেন।

এই প্রথম মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত ফারাক্কা ব্লকের নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসা ও নাইট সামসেরিয়া হাই মাদ্রাসায় এক অনুষ্ঠানের মাধ্যমে।কবিতা আবৃতি,গান ও গজলের মধ্যে দিয়ে এই মনীষীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। দুই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম ও আতাউর রহমানআবুল কালাম আজাদের জীবনীর উপর বক্তব্য রাখেন।ছাত্রীরা গান,আবৃতি ও গজল পাঠের মাধ্যমে আজকের দিনটি স্মরণ করা হয়।

জঙ্গিপুর মহকুমা মাদ্রাসা টিচার্স এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,মওলানা আবুল কালাম আজাদ এক চির স্মরণীয় ব্যাক্তি।তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ও মুসলিম সমাজের বিদগ্ধ পন্ডিত, স্বাধীনতা সংগ্রামী ।

এতদিন তাঁকে চেপে রাখা হয়েছিল ভারতীয় শিক্ষা ক্ষেত্রে।তিনি বিশ্ব বিদ্যালয় কমিশন,মাধ্যমিক কমিশন ,ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন ও শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যলয়ে পরিণত করেন।ভারতীয় স্বাধীনতা আন্দোলনের উপর লেখা ইংরেজি বই ইন্ডিয়া উইনস ফ্রিডম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here