তরঙ্গপুরে জেলাস্তরে বিষয়ভিত্তিক জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা

0
89

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তরঙ্গপুর শিক্ষক শিক্ষণ কেন্দ্র বৃহস্পতিবার জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা ও রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা স্তরে বিষয় ভিত্তিক জাতীয় লোকনৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।নৃত্য প্রতিযোগিতায় রায়গঞ্জ,কর্নদীঘি ও ইটাহারের মোট ৯টি দল অংশগ্রহণ করে।নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান পায় মারনাই শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান দখল করে দমদমা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

নিজস্ব চিত্র

নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী রামপুর ইন্দিরা উচ্চ বিদ্যালয় রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহন করার সুযোগ পায়।অনুষ্ঠান শুরু হয় তরঙ্গপুর শিক্ষক শিক্ষণ কেন্দ্রের ছাত্রীদের উদ্বোধনী নৃত্যের মাধ্যমে।অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিপিও আর এম এস এ প্রবীর কুমার পাত্র,ডি আই প্রাথমিক সুজিত কুমার মাইতি,ডি আই মাধ্যমিক রবীন্দ্রনাথ মন্ডল,জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র(তরঙ্গপুর) ডঃ কে এ সাদাত,রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী সহ অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন।লোক নৃত্যের বিষয় ছিল (১)সমান সুযোগ ও সম দৃষ্টি।(২)গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা।(৩)পরিবেশ রক্ষা(৪)ড্রাগের অপব্যবহার(৫)বয়ঃসন্ধি কালীন আনন্দ ও চ্যালেঞ্জ।অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনায় ছিলেন সর্বশিক্ষা মিশনের কো-অর্ডিনেটর সোম নাথ চক্রবর্তী।বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী,ডঃ কে এ সাদাত সহ বিশিষ্ট ব্যক্তিগণ।

আরও পড়ুনঃ স্বামী খুনে স্ত্রী,প্রেমিকের যাবজ্জীবন ঘোষণা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here