মনিরুল হক,কোচবিহারঃ
রেল লাইনের আন্ডার পাসিংয়ে জল জমে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন।
আজ কোচবিহারের তুফানগঞ্জ দেওচরাই এলাকায় ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন বাসিন্দারা। সকাল ৭ টা থেকে ওই অবরোধ শুরু হয়। ফলে কোচবিহার-তুফানগঞ্জ সহ অসমের সাথে যোগাযোগ দীর্ঘ সময় পর্যন্ত বন্ধ থাকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেওচরাই এলাকার দক্ষিণে নিউ কচবিহার-ধুবরি রেল লাইনে বেশ কিছু আন্ডার পাসিং রয়েছে। যে সব আন্ডার পাসিং গুলো দিয়ে স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। কিন্তু এবার বৃষ্টি শুরু হতেই মূল রাস্তা থেকে নীচু হয়ে থাকা আন্ডার পাসিং গুলোতে জল জমে যায়। ফলে সেখান দিয়ে যাতায়াত করতে গিয়ে যানবাহন বিকল হয়ে যাচ্ছে।
আরও পড়ুনঃ বাবার চিকিৎসার খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ মেয়ে
হাঁটাপথে কোথাও হাঁটু জল কোথাও কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। রোগী নিয়ে হাসপাতালে পৌঁছাতে সমস্যায় পড়তে হচ্ছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন কোন ভ্রূক্ষেপ না করায় এদিন স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584