শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দরিদ্র সাধারণ মানুষকে আইনি পরিষেবা পৌঁছে দিতে তৈরি হয়েছে রাজ্যজুড়ে জেলা আইনি পরিষেবা কেন্দ্র। রাজ্যের প্রতিটি জেলায় রয়েছে জেলা আইনি পরিষেবা কেন্দ্র।
অনেক সাধারণ দরিদ্র মানুষই ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারে না ফলে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ব্যাঙ্কের সঙ্গে তাদের ঋনের মামলা নিষ্পত্তি না হওয়ায় তাদের অনেক সময় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়।
এবার সাধারণ দরিদ্র মানুষের সঙ্গে ব্যাঙ্কের ঋণের মামলা নিষ্পত্তি করতে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে জাতীয় লোক আদালত বসানো হলো।
আরও পড়ুনঃ অমরেশরা বেঁচে থাকেন প্রচারের নেপথ্যে
দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে এই জাতীয় লোক আদালত বসানো হয়েছিল। এই লোক আদালতে বালুরঘাট শহরের দুটি ব্যাঙ্ক ব্যতীত প্রত্যেকটি ব্যাঙ্ক অংশগ্রহণ করে এবং আড়াইশো জন দরিদ্র সাধারণ মানুষের ঋণের মামলা নিষ্পত্তি হয় আজ। সাধারণ মানুষের সুবিধার্থে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কেন্দ্রে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার মানুষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584