নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০২২ সালের ‘আন্তর্জাতিক জন আবুকোন অ্যাওয়ার্ড’ –এ ভূষিত হলেন ভারতীয় সাংবাদিক রানা আয়ুব। সাংবাদিকতার ক্ষেত্রে এই পুরস্কার কে সর্বোচ্চ বলে মনে করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেস ক্লাব স্থাপিত হয় ১৯০৮ সালে। ৩০০০ সদস্যের ন্যাশনাল প্রেস ক্লাব শুধুমাত্র আমেরিকার নয় সারা বিশ্বের গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে এক শক্তিশালী স্বর।
ন্যাশনাল প্রেস ক্লাবের সভাপতি জেন জুডসন ও ন্যাশনাল প্রেস ক্লাব জার্নালিসম ইন্সটিটিউটের সভাপতি গিল ক্লেন .পুরস্কার ঘোষণা করতে গিয়ে বলেন, “ রানা আয়ুবের সাহস এবং ইনভেস্টিগেটিভ সাংবাদিকতায় তাঁর যে দক্ষতা তা প্রতিফলিত হয়েছে রানার এতদিনের পেশাগত জীবনে। সরকারের সমালোচনা করার ফল ভুগতে হয়েছে নানা ভাবে। একাধিকবার লঙ্ঘিত হয়েছে তাঁর অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। আমরা জেনেছি তাঁর টুইটার অ্যাকাউন্টও ভারত সরকারের নীতির কারণে ভারত থেকে রেস্ট্রিক্ট করা হয়েছে। ভারতের যা গনতান্ত্রিক ঐতিহ্য তা বিনষ্ট হচ্ছে। আমরা টুইটার-কে অনুরোধ করছি রানার অ্যাকাউন্টটি ফের চালু করার জন্য।“
আরও পড়ুনঃ দেশের সবথেকে বড় স্টার্টআপ ‘বাইজুস’-এ ৫০০-র বেশি কর্মী ছাঁটাই
পাশাপাশি রানা আয়ুবকে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয় নিয়ে যেভাবে রাষ্ট্রীয় হেনস্থার শিকার হতে হয়েছে তার তীব্র সমালোচনা করেন তাঁরা। এছাড়াও রানাকে বিদেশ যাত্রা নিয়েও যে হয়রানির মুখে পড়তে হয়েছে তারও কঠোর সমালোচনায় সরব হয় ন্যাশনাল প্রেস ক্লাব। তাঁরা বলেন রানা আয়ুবকে পুরস্কৃত করতে পেরে সম্মানিত ন্যাশনাল প্রেস ক্লাব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584