বিজ্ঞান মঞ্চের উদ্যোগে জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস পালন

0
233

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মানুষের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসারের লক্ষ্যে গুরুত্ব সহকারে পালিত হলো জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস।’মানুষেরজ্ঞান, জীবনের জন্য বিজ্ঞান, সমাজের জন্য বিজ্ঞান’এ ভাবনাকে সামনে রেখে সোমবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি ও সম মনোভাবাপন্ন বিজ্ঞানমনস্ক আরোও কয়েকটি সংগঠনের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জুড়ে পালিত হলো সোমবার পালিত হলো জাতীয় বিজ্ঞানমনস্কতা দিবস। জেলার দাসপুর,বেলদা, ডেবরা,কেশিয়াড়ী, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর শহর সহ বিভিন্ন স্থানে পথসভা, পদযাত্রা,হলসভা , বিজ্ঞান ভিত্তিক গণযাদু প্রদর্শন প্রভৃতির মাধ্যমে দিনটি পালিত হয়।

অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী।নিজস্ব চিত্র

প্রতিটি কর্মসূচিতেই ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকা,বিজ্ঞান কর্মী, সাক্ষরতাকর্মী সহ বহু বিজ্ঞানমনস্ক মানুষ যোগ দেন।মেদিনীপুর শহরের কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসাবে এদিন বিকেলে মেদিনীপুর শহর বিজ্ঞান কেন্দ্রের দফতর মাদাম কুরি ভবন থেকে ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা,বিজ্ঞান কর্মী সহ বিজ্ঞানমনস্ক জনগণের এটি পদযাত্রা শুরু হয়।এই পদযাত্রা কর্ণেলগোলা, রাজাবাজার,কোতবাজার, খাপ্রেলবাজার হয়ে সিপাইবাজার চকে শেষ হয়।সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এই গোটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক দিলীপ চক্রবর্তী, সাক্ষরতা প্রসার সমিতির জেলা সম্পাদক প্রভাত ভট্টাচার্য,উভয় সংগঠনের পক্ষে নন্দদুলাল ভট্টাচার্য,সুজাতা মাইতি, হরেন্দ্রনাথ শতপথী,বাবুলাল শাসমল,বিভাস পান্ডা,তপন পাল, চন্দ্রশেখর দাশ,সন্টু ওঝা প্রমুখ নেতৃবৃন্দ। পথসভায় বক্তারা দুনিয়া ও দেশজুড়ে বিভিন্ন প্রকার মৌলবাদী শক্তির উত্থান ও অপবৈজ্ঞানিক চিন্তার বিকাশের তীব্র সমালোচনা করেন। সাময়িক কালে মৌলবাদীদের হাতে,ডাঃ নরেন্দ্র দাভোলকর, উপাচার্য এম এম কালবুর্গী,গোবিন্দ পানসারে,গৌরী লঙ্কেশের মতো যুক্তিবাদী মুক্তমনা প্রগতিশীল ব‍্যক্তিদের খুন হওয়ার ঘটনাগুলির তীব্র সমালোচনা করেন।অন‍্যদিকে এদিনের কর্মসূচিতে আয়োজকদের উদ‍্যোগে কেরালার বন‍্যাদুর্গত মানুষদের জন্য ত্রাণ সংগ্রহ করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here