স্যানিটাইজেশন শুরু দক্ষিন দিনাজপুর জেলা আদালতে

0
34

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংক্রমন রুখতে আজ থেকে স্যানিটাইজেশন শুরু করা হলো দক্ষিন দিনাজপুর জেলা আদালতে। জেলা প্রশাসনের উদ্যোগে এই স্যানিটাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়।

sanatization | newsfront.co
নিজস্ব চিত্র

আগামী ৩ মে অব্ধি দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন। মহামান্য উচ্চ আদালতের নির্দেশে খুব জরুরি মামলার শুনানী ছাড়া অন্য কোন মামলার শুনানী জেলা আদালতে আপাতত বন্ধ রয়েছে। তাও সেই সব জরুরি মামলা গুলিও চলছে ভি ডি ও কনফারেন্সিং -এর মাধ্যমে। এছাড়া বিচারাধীন বন্দিদের জেল থেকে আদালতে নিয়ে না এসে তারও শুনানি জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চালিয়ে আসছে আদালতের ভারপ্রাপ্ত বিচারক।

আরও পড়ুনঃ ডি ওয়াই এফ আইয়ের উদ্যোগে ফালাকাটায় স্যানিটাইজেশন

দক্ষিন দিনাজপুর জেলা গ্রীন জোনে থাকার দরুন ৩ মে লকডাউন উঠে গেলেও যেতে পারে বলে অনুমান। আর উঠে গেলে ফের আদালতের কাজকর্ম্মও শুরু হতে পারে। তাই আজ থেকেই জেলা আদালতের বিভিন্ন কক্ষের পাশাপাশি সমগ্র আদালত চত্বর জীবাণু মুক্ত করবার জন্য জেলা প্রশাসনের তরফে স্যানিটাইজেশন শুরু করা হয়।

জেলা আদালতের নাজির চন্দন মৈত্র জানিয়েছেন জেলা আদালতের জজ সাহেব আদালতকে করোনা সংক্রমন মুক্ত রাখবার জন্য আদালতকে স্যানিটাইজেশন করার, জেলা স্বাস্থ্য দফতরকে চিঠি লিখে ছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজ প্রশাসনের উদ্যোগে আদালতের বিভিন্ন কক্ষ ও আদালত চত্বর স্যানিটাইজেশনের কাজ শুরু করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here