জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোটার দিবস কর্মসূচি পালন

0
65

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

national voter day celebration 2
বর্ণাঢ্য শোভাযাত্রা। নিজস্ব চিত্র

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার জাতীয় ভোটার দিবস কর্মসূচী পালন করা হলো বর্ধমানে।এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রাটি বর্ধমান শহরের রাজপথ পরিক্রমা করে।এরপর বর্ধমানে সরকারি অফিস প্রাঙ্গনে এসে বিভিন্ন অনুষ্ঠানের শুরু হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক অরিন্দম নিয়োগী সহ জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকেরা।

national voter day celebration
ভোটার কার্ড দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

ভোটার দিবস অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান।১৯৫০ সালে ২৫ শে জানুয়ারী দেশ নির্বাচন কমিশন গঠিত হয়।জেলাস্তরে বসে আঁকো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ কালনায় জাতীয় ভোটার দিবসে মহিলা ফুটবল খেলার আয়োজন

এই দিন অনুষ্ঠানে উপস্থিত নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়।ভোটদান গণতান্ত্রিক অধিকার এই বিষয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পূর্ব বর্ধমানের জেলাশাসক।পূর্ব বর্ধমানের জেলাশাসক একটি ট্যাবলোর সূচনা করেন।ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

national voter day celebration 3
নিজস্ব চিত্র

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here