কবির হোসেন, মুর্শিদাবাদঃ
গতকাল ১২ তম জাতীয় ভোটার দিবস পালিত হলো সালার ব্লক অফিস প্রাঙ্গণে। ২৫শে জানুয়ারি প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় ভোটার দিবস পালিত হল সালার ব্লক অফিস প্রাঙ্গণে।
এই উপলক্ষে এদিন বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অংকন, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে নতুন ভোটারদের ভোট দানের গুরুত্ব এবং ভোটারদের সচেতন করা মূল উদ্দেশ্য।
প্রতি বছরের ন্যায় এবছরও সালার ব্লক অফিসে ভোটার ডে পালন করা হয় এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রতিযোগী এই অনুষ্ঠানে আনন্দ প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এমনই একজন বিজয়ী প্রতিযোগী রহমান জানান যে, তিনি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে আনন্দিত। যেহেতু এটা নবাগত ভোটারদের সচেতন করার জন্য তাই তিনি এই ধরনের প্রতিযোগিতায় করার ব্যাপারে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া, এই অভিযোগ ভিত্তিহীন আদালতে দাবি রাজ্যের
উল্লেখ্য, ১৯৫০ সালে ২৫শে জানুয়ারি জাতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে ও নবাগত ভোটারদের সচেতন করার জন্য এই দিনটি জাতীয় ভোটার্স ডে হিসাবে পালন করা হয়। এরপর ২০১১ সালে ২৫ শে জানুয়ারি এই দিনটিকে স্মরণ করে প্রথম জাতীয় ভোটার্স ডে পালন করা হয়। এরপর থেকে প্রতিবছর এই দিনটি ভারত সরকার জাতীয় ভোটার্স ডে হিসেবে উদযাপন করে আসছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584