নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী শ্বেতা তিওয়ারি এবং তাঁর প্রাক্তন (দ্বিতীয়) স্বামী অভিনব কোহলির অন্তর্দ্বন্দ্বে এবার হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। একে অপরের বিরুদ্ধে অভিযোগ আর পালটা অভিযোগেই নড়বড়ে দুজনের দাম্পত্যজীবন। দিন কয়েক আগেই স্বামী অভিনবের অভিযোগের পালটা প্রমাণ হিসেবে নিজের আবাসনের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেন শ্বেতা।
অস্পষ্ট সেই ভিডিয়োয় শ্বেতার কোল থেকে বলপূর্বক তাঁদের ছেলে রেয়াংশকে কেড়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গিয়েছে অভিনবকে। সেই সময় রীতিমতো মাটিতে লুটিয়ে পড়েন শ্বেতা।ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী প্রশ্ন করেন- “এটা যদি শারীরিক নির্যাতন না হয়, তাহলে কোনটা শারীরিক নির্যাতন?” এই ভিডিওর নিরিখেই এবার সরব জাতীয় মহিলা কমিশন।
শ্বেতা- অভিনবর মামলায় মুম্বই পুলিশের দৃষ্টি আকর্ষণের দাবি করে ডিজিপি (মহারাষ্ট্র)-কে চিঠি পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের সোশ্যাল মিডিয়ায় জানানো হয় সংবাদমাধ্যম মারফত এই ঘটনা তাদের নজরে এসেছে। এবং মহারাষ্ট্রর ডিজিপিকে চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ খুশির ঈদে তালওয়ার টকস ফিরে দেখল কলকাতার নাখোদা মসজিদ
আগামী দশ দিনের মধ্যে তদন্ত করে জাতীয় মহিলা কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথাও জানিয়েছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। জাতীয় মহিলা কমিশনের এই পদক্ষেপ নিয়ে এবার প্রতিবাদে সোচ্চার অভিনব কোহলি। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন- “মাননীয়া চেয়ারপার্সন (রেখা শর্মা), আমি কোনও ভুল কাজ করিনি। আমি আপনার কাছে ভিক্ষাপ্রার্থনা করছি, দয়া করে আমার ছেলে কোথায় আছে তা ডিজিপিকে অনুসন্ধান করতে বলুন। ছেলেকে আমার হাতে তুলে দিন।”
প্রসঙ্গত, এই মুহূর্তে ‘খতরো কে খিলাড়ি’-তে যোগ দিতে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে রয়েছেন শ্বেতা। অভিনব’র অভিযোগ, ছেলেকে হোটেলে একা ফেলে বিদেশে পাড়ি দিয়েছে শ্বেতা। সেই অভিযোগ অবশ্য অস্বীকার করেন শ্বেতা। তাঁর কথায় রেয়াংশ তাঁর দিদি পলক (শ্বেতার প্রথমপক্ষের মেয়ে) ও দিদিমার কাছে একদম সুরক্ষিত রয়েছে।
আরও পড়ুনঃ বন্ধের পথে আন্তর্জাতিকস্তরের জনপ্রিয় শো ‘দ্য এলেন শো’
অভিনেতা-প্রযোজক রাজা চৌধুরীর সঙ্গে খুব অল্প বয়সে বিয়ে হয় শ্বেতার। সেই বিয়ে ভাঙার পর ২০১৩ সালে অভিনবকে বিয়ে করেন অভিনেত্রী। সেই দাম্পত্যও সুখের হয় না। ২০১৯ সালে ডিভোর্স পাকা হয় শ্বেতা-অভিনবের। কলহ আজও বহাল তাঁদের। তাঁদের সম্পর্কের কাটাছেঁড়ার মাশুল দিতে হচ্ছে ছোট্ট রেয়াংশকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584