গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ
তাঁরা হাতির গল্প অনেক শুনেছে। তবে কোনও দিন হাতিকে দেখতে পায়নি। কারণ তাঁরা দৃষ্টিহীন। শনিবার হাতিকে দু’হাতে ছুঁয়ে চিনতে শিখল শিলিগুড়ির সুরজ রাজভর, বাঁকুড়ার ভুজসিং সর্দার, নাগড়াকাটার সেবিকা ওঁরাও,আমন ওঁরাওয়ের মতো দৃষ্টিহীন ৬০ জন।
মূর্তি টেন্টে চলছে ন্যাফের উদ্যোগে দৃষ্টিহীনদের প্রকৃতিপাঠ শিবির। ওই শিবিরের অঙ্গ হিসেবেই এদিন গরুমারার কুনকি হাতি ভোলানাথ, হিলারি, রাজা,বসন্ত ও ফাল্গুনীকে ওই সমস্ত দৃষ্টিহীনদের সঙ্গে পরিচয় করানো হয়।
আরও পড়ুনঃ দিনবাজারে মার্কেট চালুর দাবিতে বিক্ষোভ সভা
গরুমারার অভিজ্ঞ মাহুত দীনবন্ধু বর্মণ,ধূপঝোরার বিট অফিসার জীবন বিশ্বকর্মা হাতিদের যাবতীয় বিষয়ে তথ্য দেন। শিবিরে অংশগ্রহণকারী কয়েকজন জানান,লোকমুখে হাতির গল্প অনেক শুনেছেন তাঁরা। আজ নিজের হাতে হাতিকে ছুঁয়ে দেখে খুশি হয় সকলেই ৷
ন্যাফের তরফে অনিমেষ বোস জানান,প্রতিবছর এই শিবিরে তাঁদের হাতিদের সঙ্গে পরিচয় করানো হয়। হাতি সংরক্ষণ সহ হাতিদের জীবনযাত্রা ইত্যাদি বিষয়েঐ তাঁদের সম্যক ধারণা দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584