মালদায় নাট্য মেলা-২০১৮

0
102

উমার ফারুক,নিউজ ফ্রন্ট,মালদা,৮ই জানুয়ারি:
মালদা ড্রামাটিক ক্লাবের উদ্যোগে তিনদিন ব্যাপী নাট্য মেলা-২০১৮এর গতকাল সমাপ্ত হল।ক্লাবের পক্ষ থেকে উক্ত মেলায় চারজন নাট্য পরিচালক কে সংবর্ধনা দেওয়া হয়।

উদ্বোধন

উল্লেখ্য গত ৫ই জানুয়ারি নাট্য মেলার শুভ উদ্বোধন হয়।প্রদীপ প্রজ্জ্বলন করে নাট্য মেলার উদ্বোধন করেন নাট্য পরিচালক মেঘনাদ ভট্টাচার্য ও কমল চট্টোপাধ্যায়।মালদা ড্রামাটিক ক্লাবের প্রযোজনা ও কমল চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘চিত্ত বিনিময়’ নাটক মঞ্চস্থ হয় মেলা উদ্বোধনের দিন।৬ই জানুয়ারি শনিবার সায়ক কলকাতার প্রযোজনা ও মেঘনাদ ভট্টাচার্য এর পরিচালনায় ‘প্রেমকথা’ নাটক মঞ্চস্থ হয়।উক্ত নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেঘনাদ ভট্টাচার্য।

রজতাভ দত্ত

আজ মেলার শেষদিন প্রথম পর্বে শিল্পী সংঘের প্রযোজনা ও কমল চট্টোপাধ্যায়ের পরিচালনায় ‘বোম্বাগড়ের রাজা’ নাটক অভিনীত হয়।দ্বিতীয় পর্বে কোরাস কলকাতার প্রযোজনা ও রজতাভ দত্তের পরিচালনায় ‘বন্ধের দশ দিন’ নাটক মঞ্চস্থ হয়।নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা রজতাভ দত্ত।

নাট্য মেলার সমস্ত নাটক মঞ্চস্থ হয় সন্ধ্যা সাড়ে ছয় টার সময় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিংকর সদনে।এই প্রসঙ্গে মালদা ড্রামাটিক ক্লাবের সম্পাদক দেবাশিষ ভুতি জানান-সর্বসাধারণের নিকট নাটক কে পৌঁছে দিতে ক্লাবের পক্ষ থেকে নাট্য মেলার আয়োজন করা হয়।নাট্য প্রেমী মানুষের কাছে আমরা বিপুল সাড়া পেয়েছি হল ভর্তি দর্শক তিন দিন ধরে নাটক উপভোগ করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here