লন্ডনের পর এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে মুজিবর রহমানের ছবি “নজরুল জীবন-পরিক্রমা”

0
142

আসিফ রেজা আনসারী, কলকাতাঃ

লন্ডনের পর এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে মুজিবর রহমানের পরিচালিত তথ্যচিত্র। আগামী ১৩ তারিখ বিকেল ৩.১৫ নাগাদ রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে দেখানো হবে বলে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজক কমিটির সূত্রে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ৯ তারিখ মহা সমারোহে নজরুল ইসলামের উপর নির্মিত ”নজরুল- জীবন পরিক্রমা ” তথ্যচিত্রের প্রিমিয়ার শো হয়, লন্ডনের Brady Art Centre এ । উপস্থিত ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বহু বিশিষ্ট দর্শকবৃন্দ। প্রধান অতিথি ছিলেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রাণপুরুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়েদ। এছাড়াও শিক্ষা ও সাহিত্য জগতের বহু গুনিজন। চলচ্চিত্রটি দেখে সকলেই উচ্চ প্রশংসা করেছেন।

এরপর এই চলচ্চিত্রের আরও করেকটি প্রদর্শনী হয় ব্রিটেনের বিভিন্ন স্থানে। এর মধ্যে ১৪ তারিখ স্কটল্যান্ডের এডিনবোরা উল্লেখযোগ্য। ভারতের কনস্যুলেট জেনারেল নজরুলের উপর নির্মিত তথ্যচিত্রের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন। এতে ভারতের সম্মানীয় কনস্যুলেট জেনারেল অঞ্জু রঞ্জন স্বাগত ভাষণ দেন এবং এডিনবোরা নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বাসবী ফ্রেজার পরিচালকের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এডিনবোরা শহরের কবি, সাহিত্যিক, অধ্যাপক সহ বিশিষ্টজনেরা ছিলেন এই অনুষ্ঠানে । তার মধ্যে অন্যতম কবি ড. মারিও রালিস ও লেডি জয়েস কাপলান যারা প্রদর্শনীর শেষে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

পরবর্তী শো হয় লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইন্সটিটিউটে সেপ্টেম্বর মাসের ২২ তারিখ। এই বিভাগের পরিচালক অধ্যাপক এডওয়ার্ড সিম্পসন প্রদর্শনীর উদ্বোধন করেন এবং অধ্যাপিকা সংযুক্তা ঘোষ এই চলচ্চিত্রের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। এই প্রদর্শনীর বিশেষ একটি ঘটনা না বললে নয়। এখানে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাউথ এশিয়া ইনস্টিটিউটের একটি ভিডিও কনফারেন্স হয় তাতে পরিচালক মুজিবর রহমানের সঙ্গে মুখ্যমন্ত্রীর পরিচয় করানো হয়। এবং মুজিবর রহমানের চলচ্চিত্র প্রদর্শনীর খবর তাকে দেওয়া হয়।

সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ পরবর্তী প্রদর্শনী টি হয় টেগর সেন্টারে। এখানে একটি বিষয় উল্লেখ্য, পরিচালক মুজিবর রহমান তার রবীন্দ্রনাথের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের জন্য ২০১২ সালে প্রথম লন্ডন আসেন, টেগর সেন্টারের আমন্ত্রণে। রবীন্দ্রনাথের উপর তথ্যচিত্র যেমন সকলের নজর কাড়ে ঠিক তেমনি নজরুল ইসলামের উপর নির্মিত ছবিটিও দর্শকদের মুগ্ধ করে। সর্বশেষে টেগর সেন্টার ইউকে-র চেয়ারম্যান ড. অমল চৌধুরী মুজিবর রহমান কে বিশেষ সম্মাননা স্বরুপ একটি মানপত্র প্রদান করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।

লন্ডন সফরের শেষ শো টি হয় ইস্ট লন্ডনের আইডিয়া স্টোরে। আয়োজন করে লন্ডনের বাংলা টাউনে অবস্থিত ব্রিক লেন সার্কেল। ওই সংগঠনের কর্ণধার সংস্কৃতি প্রেমী মহ. আহমাদুল্লাহ সাহেব অনুষ্ঠানের সূচনা করেন। এবং বাঙালি চিত্র পরিচালক রুহুল আমিন সাহেব মুজিবর রহমানের সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দেন। প্রদর্শনীর শেষে সকলেই তথ্যচিত্রটির প্রশংসা করেন।

এই সফরে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও বিভিন্ন সুখকর অভিজ্ঞতাও অর্জন করেন মুজিবর । যেমন মহাকবি শেক্সপিয়ারের স্মৃতি বিজড়িত গ্লোব থিয়েটারে রাজা কিংলিয়ার নাটকের প্রদর্শনী দেখার সুযোগ পান। এবং প্রদর্শনী শেষে নাটকের কলা-কুশলীদের সঙ্গে পরিচিত হন। তারাও মুজিবর রহমান কে পেয়ে খুশি হন। ২০০৬ সালে নোবেল পুরস্কার প্রাপক লেখক অধ্যাপক ওরহান পানুকের সাথে তার সাক্ষাত হয়। পামুক নজরুলের ইসলাম সম্পর্কে মুজিবর রহমানের সঙ্গে আলোচনা করেন এবং একজন কবির জীবনের উপর তথ্যচিত্র করার জন্য মুজিবর রহমানকে ধন্যবাদ জানান।

পরিচালক মুজিবর রহমানের সাফল্যের মুকুটে নানান পালক যোগ হয়। ওখানকার বেতার বাংলা নামক একটি রেডিও চ্যানেলে মুজিবর রহমানের এক ঘণ্টার একটি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হয়। তাছাড়াও এনটিভি ইউরোপ নামের জনপ্রিয় টিভি চ্যানেলে সেলিব্রিটিদের নিয়ে বিশেষ অনুষ্ঠান Talking point-এ মুজিবর রহমানের সাক্ষাৎকার  লাইভ টেলিকাস্ট হয়। যা ইউটিউবে ব্যপক সাড়া ফেলেছে।  “Talking point mujibar” ইউটিউবে সার্চ করে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
কলকাতার দর্শকবৃন্দ বহুদিন ধরে অপেক্ষা করছিল কখন দেখানো হচ্ছে মুজিবর রহমানের নতুন ছবি। লন্ডনের পর কলকাতার দেখানোর দিনক্ষণ ঠিক হওয়ায় সব জল্পনার অবসান হল বলে মনে করছেন মুজিবর রহমানের ভক্তরা । মুজিবর রহমান মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একটি প্রতিভা ।তথ্যচিত্র নির্মাণে বাঙালি মুসলমানদের এক ও অদ্বিতীয় মুখ ।মনীষীদের নিয়ে কমবেশি ৪০ টি তথ্যচিত্র করেছেন তিনি ।সম্প্রতি তাঁর তথ্যচিত্র বিদেশের মাটিতে ব্যপক সাড়া ফেলেছে। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন নিয়ে নির্মিত তথ্যচিত্রটিও সংস্কৃতি জগতের মানুষজনের উচ্চ প্রশংসা লাভ করে। এখন দেখার নজরুল ইসলামের উপর নির্মিত তাঁর তথ্যচিত্র “নজরুল জীবন-পরিক্রমা” কতটা প্রত্যাশা পূরণ করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here