চলচ্চিত্রের পথে গণনাট্য দল ‘স্বপ্ন সৃজন’

0
197

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

হাওড়ার গণনাট্য দল ‘স্বপ্ন সৃজন’-এর নতুন পথচলা শুরু হল চলচ্চিত্র মাধ্যমে। প্রথম নিবেদনের নাম ‘নেবুপাতার গন্ধ’। আজকের এই সাদা-কালো দুনিয়ার চিত্র উঠে এসেছে ছবিতে।এক মা-মেয়ে এবং এক দিদি ও ভাইয়ের কথোপকথনে তৈরি এই ছবি।

Nebupatar Gandho | newsfront.co

কোভিড-১৯-এর কারণে লকডাউন। আর তার জেরে চলছে কর্মীছাটাইয়ের কর্মযজ্ঞ। তারই কোপে পড়ে গল্পের চরিত্র মণি। দিশেহারা মণির জীবনে এরপর কী ঘটে সেটাই দেখার এই ছবিতে। পাশাপাশি ভাই দেবু ত্রাণ সামগ্রী জোগাড় করতে দিদির কাছে সাহায্য চায়।

Nebupatar Gandho | newsfront.co

আর তা নিয়েই চলে ছেলেবেলার স্মৃতিরোমন্থন। স্মৃতিজুড়ে রয়েছে লেবুপাতার গন্ধ। দিদি-ভাই এবং মা-মেয়ে দুদিকের কথোপকথনেই থাকে লেবু পাতার গন্ধ। বাকিটা জানতে হলে ছবিটি দেখতে হবে৷

Nebupatar Gandho | newsfront.co

Nebupatar Gandho | newsfront.co

বিভিন্ন চরিত্রে রয়েছেন মৌ মুখার্জি, অভিজিৎ চ্যাটার্জি, মলয় সাহা চৌধুরী, শুভজিত দাস, লুব্ধক চ্যটার্জি, কেয়া চ্যাটার্জি, অনিমিতা হাজরা, সাগ্নিকা চ্যাটার্জি। ডি ও পি- রাজীব দাস। ক্যামেরায় প্রসূণ সোম, অনিমিতা হাজরা, মর্মিতা হাজরা, অনিমিতা হাজরা।

আরও পড়ুনঃ ‘নিরন্তর’ নিয়ে হাজির টলি সম্রাট প্রসেনজিৎ চ্যাটার্জি

Nebupatar Gandho | newsfront.co

Nebupatar Gandho | newsfront.co

সম্পাদনায় অশোক চন্দ্র চন্দ্র। ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন তাপস রায়। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় তপন কুমার হাজরা।

artist | newsfront.co

লকডাউনের জেরে সুদীর্ঘকাল ধরে বন্ধ সিনেমা হল, নাট্যমঞ্চ। খানিকটা সেই কারণেই চলচ্চিত্রের পথে পা বাড়াল ‘স্বপ্ন সৃজন’। প্রত্যেকটি শট নেওয়া হয়েছে ঘরে বসেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here