নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
সামনেই বিয়ে৷ তাই দফায় দফায় চলছে বন্ধুবান্ধব, আত্মীয়ের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার পালা। শনিবারের দুপুরে অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন ফ্ল্যাটে কবজি ডুবিয়ে মধ্যাহ্নভোজ সারলেন হবু দম্পতি নীল-তৃণা।
কী ছিল মেনুতে এই প্রশ্নে না গিয়ে প্রশ্ন হওয়া উচিত- কী ছিল না মেনুতে? ছানা ও কড়াইশুঁটির চপ দিয়ে শুরু। এরপর গরম গরম ঘি- ভাত, চিংড়ির মালাইকারি, ছানার ডালনা, পাঁঠার মাংস, রকমারি চিকেন রেসিপি, মিষ্টি দই, চকোলেট মাড পাই।
খুব শীঘ্রই অঙ্কুশ-ঐন্দ্রিলাকেও আইবুড়ো ভাত খাওয়াবেন বলে ঘোষণা করেছেন নীল। তা হলে কিনেই শীতেই বিয়ে ম্যাজিক জুটির?
আরও পড়ুনঃ ‘নেতাজি রিসার্চ ব্যুরো’র উদ্যোগে বীরনায়কের জন্মদিনে গান গাইল ‘দোহার’, হাজির মুখ্যমন্ত্রী
আগামী ৪ ফেব্রুয়ারি চার হাত এক হতে চলেছে নীল-তৃণার। ইতিমধ্যেই সেরে ফেলেছেন অভিনব কায়দায় গ্র্যান্ড এনগেজমেন্ট। ড্রোনে চেপে এসেছে যুগলের আংঠি। বিয়েতেও তেমন কোনও অভিনবত্বের ছোঁয়া থাকবে এমন ভাবনা অমূলক নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584