নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ঘোষণা করা হল জয়েন্ট ও নিট পরীক্ষার নতুন নির্ঘন্ট। সোশ্যাল মিডিয়ায় লাইভ করে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল এই নতুন নির্ঘন্ট ঘোষণা করেন। জুলাইতে হচ্ছে না জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেইন ও ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষার (এনইইটি ২০২০)।
এদিন মন্ত্রী জানান, ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেইন। ১৩ সেপ্টেম্বর হবে নিট। ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স। আজ, শুক্রবার জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (জেইই) মেইন ও ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স পরীক্ষার (এনইইটি ২০২০) তারিখ সংক্রান্ত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের সঙ্গে কথোপকথন করেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল।
আরও পড়ুনঃ ২১ জুলাই ভার্চুয়াল মাধ্যমে প্রথমবার কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মমতা
বৃহস্পতিবারই মন্ত্রী ঘোষণা করেছেন যে, করোনা মহামারী পরিস্থিতিতে এবং পরীক্ষার নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যা বহু প্রতীক্ষিত নিট এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584