সুদীপ পাল,বর্ধমানঃ
গলসির চান্নাগ্রাম।খড়ি নদীর পাশে বট গাছের নীচে চলছে গোপন বৈঠক।ঋষি অরবিন্দ, ভূপেন্দ্রনাথ দত্ত,বারীন ঘোষদের মতো বিপ্লবী ব্যক্তিত্বরা বৈঠকে উপস্থিত।সেই আশ্রমটিকে সাজানোর দাবি তুললেন এলাকাবাসীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুর বোমা মামলায় অভিযুক্ত, ভগৎ সিংহের ঘনিষ্ঠ বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের হাতে ১৯০৭ সালে আশ্রমটি তৈরি হয়।জানা যায়, ভগৎ সিংহ, ভগিনী নিবেদিতা, চিত্তরঞ্জন দাশের মতো ব্যক্তিত্বরাও এখানে এসেছিলেন।
গোপনে চিঠি চালাচালি করা আর পুলিশের গতিবিধির উপরে নজর রাখার দায়িত্বে ছিলেন গলসির বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী ফকিরচন্দ্র রায়।জানা যায়,এই এলাকাটি চারটি থানার সংযোগস্থল।চারদিকে গাছের আড়াল।ফলে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ওই বট গাছের তলাটিই ছিল বিপ্লবীদের আস্তানা। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী আশ্রমটির রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের মুখে।আশ্রম ঘিরে একটি সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্র গড়ে উঠুক চাইছেন এলাকাবাসী। পঞ্চায়েত সমিতির সভাপতি রবিমণি কিস্কু বলেন, জেলা প্রশাসনের কাছে বিশদ রিপোর্ট পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584