সুদীপ পাল,বর্ধমানঃ
কথায় বলে, জন, জামাই, ভাগনা/ তিন কুলে নয় আপনা। এবার সেই কথাই ঠিক হলো বর্ধমানের এই ঘটনায়। মামার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিল ভাগ্নে এবং তার বন্ধু। তবে মামাও হাল ছাড়েনি সরাসরি পুলিশে অভিযোগ আর সেই অভিযোগ দায়ের করতেই ভাগ্নে সুরজিৎ মন্ডল এবং অনির্বান দুজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বর্ধমান কালনাগেট এলাকার বাসিন্দা শিবপ্রসাদ চট্টোপাধ্যায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বর্ধমান শাখা কর্মী। গত আগস্ট মাসে তাঁর এটিএম থেকে ৯৬ হাজার টাকা তোলা হয়। তিনি বর্ধমান থানায় অভিযোগ জানিয়ে ডেবিট কার্ডটি ব্লক করে দেন। অভিযোগ দায়ের করার কয়েকদিন পর ফের তাঁর অ্যাকাউন্ট থেকে ১১ হাজার টাকা খোওয়া যায়। পুলিশের দ্বারস্থ হলে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। অবশেষে গ্রেফতার হয় ভাগ্নে ও তার বন্ধু। ভাগ্নেরা আপাতত পুলিশি হেফাজতে। মামাও হাঁফ ছেড়ে বেঁচেছেন। সত্যিই বৃদ্ধ মানুষরা যে বলতেন, জন জামাই ভাগনা তিনকূলে আপনা হয় না – এ ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
আরও পড়ুনঃ সৎকার করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584