সম্পন্ন হল ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রেভারি অ্যাওয়ার্ড ২০২১’

0
100

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Internation Human Rights Council | newsfront.co

সমাজ সেবামূলক সংস্থা ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল’-এর তৎপরতায় অনুষ্ঠিত হল ‘নেতাজি সুভাষ চন্দ্র বোস ব্রেভারি অ্যাওয়ার্ড ২০২১’।

Netaji Tribute | newsfront.co

সায়েন্স সিটি মিনি অডিটোরিয়ামে আয়োজিত এই মহৎ অনুষ্ঠানে হাজির ছিলেন পদ্মশ্রী পূর্ণদাস বাউল, মুম্বইয়ের চিত্র পরিচালক তথা চিত্রনাট্যকার সোমু মিত্র, সঙ্গীত বিশেষজ্ঞ সমিধ মুখার্জি, ঊর্বি, পৌলমী ঘোষ, অভিনেতা রাহুল বর্মন, অভিনেত্রী পাপিয়া অধিকারী, সমাজকর্মী সোহানি হোসেন, চিত্রশিল্পী সুদর্শন চক্রবর্তী, প্রযোজক, সাংবাদিক তথা ডিজিটাল স্ট্রাটেজিস্ট অয়নজিত সেন, অভিনেতা জয়ী দেবরায়, সুমিত গাঙ্গুলি, কাঞ্চনা মৈত্র, সোনালী চৌধুরী, পায়েল মুখার্জি, পণ্ডিত দেবজ্যোতি বসু, কল্যাণ সেন বরাট, অনন্যা ব্যানার্জি (চেয়ারম্যান, কলকাতা কর্পোরেশন ১০৯ নম্বর ওয়ার্ড) সহ নানা মহলের বহু বিশষ্টজন।

আরও পড়ুনঃ সমাজের নানা স্তরের মানুষদের নিয়ে ২০২১-এর নতুন ক্যালেন্ডার

এদিন সম্মানিত করা হয় সমাজ বন্ধু পুলিশ, নার্স, ডাক্তারদের। বছরের নানা সময়ে নানা ধরনের সামাজিক কাজে লিপ্ত থাকে এই সংস্থা। দেশ জুড়ে প্রায় এক লাখ সদস্য রয়েছে এই সংস্থায়। আগামী দিনে আরও মানবিক কাজে নিজেদের নিয়োজিত করতে চায় এই সংস্থা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here