দক্ষিণ দিনাজপুরে নতুন করে আক্রান্ত ২২

0
48

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা মোকাবিলায় দীর্ঘ কয়েকমাস কখন ও টানা আবার কখনও আংশিক লকডাউন চললেও দক্ষিণ দিনাজপুর জেলায় করোনা আক্রান্তের হার কমে তো নি বরং প্রতিদিন বেড়েই চলেছে।আজ ও জেলায় ফের ২২ জনের দেহে করোনা সংক্রমণের হদিস মিলেছে।ফলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩৭।

corona hospital | newsfront.co
নিজস্ব চিত্র

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫১ জন। গতকাল রাত্রে মালদা মেডিক্যাল কলেজের ভিআরডি ল্যাব থেকে আসা ২২ জনের মধ্যে বালুরঘাটের ১২ জন, হিলির ২ জন, তপনের ৬ জন, হরিরামপুরের ২ জন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ দার্জিলিঙে গ্রেফতার ১৬

এছাড়াও বালুরঘাট গ্রামীণ এলাকার মধ্যে চককাশির ১জন, কামারপাড়ার ২জন, জন্তীগ্রামে ১জন, বাউল মল্লইকপুরের ২জন রয়েছেন।এদের মধ্যে ট্রাক চালক থেকে স্বাস্থ্য কর্মী, কৃষক ও অনান্য শ্রমজীবি থেকে সাধারণ গৃহস্থরাও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

আজকের বালুরঘাট শহরের ১২ জন নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন শহরের ঢাকা কলোনির ১জন, গীতাঞ্জলি পাড়ার ১জন, নারায়ণপুরের ১জন, রঘুনাথপুরের ২জন, শান্তি কলোনীর ১জন।আক্রান্তদের মধ্যে বেশিরভাগই উপসর্গহীন বলে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ লকডাউন নিয়ে বীরভূমে জরুরী বৈঠক

এদিন নতুন আক্রান্তদের জেলার বিভিন্ন সেফ হোম ও কোভিড হাসপাতলে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিকরা।এদিকে আজ ও জেলায় পূর্ণ লকডাউন চলছে।জরুরি পরিষেবা ছাড়া সব বন্ধ রয়েছে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here