জুম অ্যাপের বিকল্প ‘দৃষ্টি’ উপহার দিল ঘাটালের অর্ণব মোদক

0
238

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ঘাটালের ১৬ বছরের কিশোর অর্ণব মোদক চিনা ভিডিও কনফারেন্সিং অ্যাপ “জুম” -এর বিকল্প উপহার দিল সারা দেশকে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের রাধানগর এলাকার ১৬ বছরের কিশোর অর্ণব মোদক বিস্ময় সৃষ্টি করে, লকডাউন চলাকালীন মাত্র দেড় মাসের মধ্যে সৃষ্টি করলো তার স্বপ্নের “দৃষ্টি”।

Arnab Modak | newsfront.co
অর্ণব মোদক। নিজস্ব চিত্র

ঘাটালের জলসরা উচ্চ বিদ্যালয় থেকে এ বছরই মাধ্যমিক দেওয়া এই ছাত্র, যে ভিডিও কনফারেন্সিং অ্যাপটি তৈরি করেছে, তার নাম “দৃষ্টি”।

new app | newsfront.co
নিজস্ব চিত্র

অর্ণব বলে, “বৃহস্পতিবার প্লে স্টোরে ছাড়পত্র মিলেছে। এটি জুম অ্যাপের বিকল্প হিসেবে তৈরি করেছি। তবে এটি অনেক বেশি নিরাপত্তা বজায় রাখবে। স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং করা যাবে না। একসাথে ১০০ জন ভিডিও কনফারেন্সিং -এ কথা বলতে পারবে।

আরও পড়ুনঃ মাস্ক ব্যবহার না করলেই কড়া ব্যবস্থা, জানিয়ে দিল পুলিশ

মূলত, ছাত্র-ছাত্রীদের জন্য এবং বাণিজ্যিক জগত (কর্পোরেট ওয়ার্ল্ড) -এর জন্য এই অ্যাপটি তৈরি করেছি। আপনারা ইতিমধ্যেই প্লে স্টোর থেকে এটি ডাউনলোড করতে পারবেন।” বলে জানায় অর্ণব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here