নতুন বাংলা গান- ‘বিষাক্ত প্রেম’

0
91

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জিমি হেন্ডরিক্স বলেছেন, “সঙ্গীত একটি নিরাপদ নেশা।” ‘বিষাক্ত প্রেম’ বাংলার প্রথম সুরিয়েলিস্টিক আধুনিক বাংলা গান। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত সঙ্গীত শিল্পী কৌশানী ঘোষ। গানটি লিখেছেন অভিষেক কুণ্ডু। সুর যৌথভাবে দিয়েছেন অভিষেক কুণ্ডু এবং কৌশানী ঘোষ। সঙ্গীত প্রযোজনায় দেবব্রত মজুমদার।

Bishakto Prem | newsfront.co

শিল্পী মনে করেন সঙ্গীত এমন একটি নেশা, যা মানুষের ভেতরের চেতনাকে জাগিয়ে তোলে এবং নিজেকে নতুন করে জানতে ও বুঝতে সাহায্য করে। সেই ভাবনা নিয়ে কৌশানী বাংলায় প্রথম পথিক যে কিনা পপ জঁর-এর ওপর কাজ করলেন।

বলা বাহুল্য এই জঁর-এর উপর বাংলায় খুব কমই কাজ হয়েছে। ‘বিষাক্ত প্রেম’ সেই জায়গাটি পূর্ণ করবে। গানটি ডিজিটালি রিলিজ হল চলতি বছরের ৯ই মার্চ, বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে।

আরও পড়ুনঃ বিক্রমের সুরে হরিহরণের গানের ভিডিওতে নায়িকা প্রিয়াঙ্কা

এই ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে সঙ্গীতকে আলাদাভাবে মাত্রা দেবার জন্য ভিডিওতে বিশেষ করে নজর দেওয়া হয়েছে। মিউজিক ভিডিওটিতে গুড এবং ইভল স্পিরিট নিয়ে দেখানো হয়েছে ভিজুয়্যাল এফেক্টের দ্বারা। নতুন টেকনোলজির ব্যবহার করেছেন ডিরেক্টর, এডিটর এবং ভিজুয়্যাল এফেক্ট আর্টিস্ট অভিষেক কুণ্ডু।

আরও পড়ুনঃ শৈশবের হিসেব নিকেশ লেখা আছে ‘কিশলয়’-এ

অভিনয় করেছেন শিল্পী স্বয়ং। সিনেমাটোগ্রাফিতে অলোক মাইতি এবং স্পেশাল এফেক্টস এবং মেক আপে শ্রেয়া রয়। গানটির কিছু অংশ শুটিং হয়েছে বেলগাছিয়া রাজবাড়িতে। শিল্পী মনে করছেন গানটি স্বতন্ত্র বাংলা আধুনিক গানের জগতে একটা নতুন ট্রেন্ড নিয়ে আসবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here