নিজস্ব সংবাদদাতা আলিপুরদুয়ারঃ
নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে রাজনৈতিক দল গুলির তৎপরতা শুরু হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। কমিশন শুক্রবার এক প্রেস বিবৃতির মাধ্যমে ভোটের খবর জানিয়েছে। নতুন করে নির্বাচনী প্রচার নিয়ে ছক কষতে শুরু করেছে সব দল।

উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে এদিন ময়দানে নেমে পড়েছে বিজেপি। শনিবার ফালাকাটার বাগান বাড়ি এলাকায় বিজেপি নতুন দলীয় কার্যালয় উদ্বোধন হয়। উদ্বোধন করেন আলিপুরদুয়ার সাংসদ জন বারলা।

এদিন দলীয় কার্যালয় উদ্বোধন করে সাংসদ জন বারলা জানান, “ফালাকাটা উপনির্বাচনের দলীয় কাজকর্ম এই কার্যালয় থেকেই হবে।” ইতিমধ্যে, ১৩টি অঞ্চলে ১৩ জন নির্বাচনীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে বিজেপি।

বসে নেই সিপিএমও। তৃতীয় সারিতে থাকলেও বামফ্রন্টও উপনির্বাচনকে টার্গেট করে সাংগঠনিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার নির্বাচনের ঢাক বাজিয়ে দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন
উল্লেখ্য, ফালাকাটার বিধায়ক অনিল অধিকারির গত বছরে ৩১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। তারপর থেকেই ফালাকাটা আসনটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। তবে এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই হবে বলে রাজনৈতিক মহলের ধারনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584