মনিরুল হক, কোচবিহারঃ
নতুন করে সাজিয়ে উদ্বোধন করা হল কোচবিহারের পুলিশ হাসপাতাল। রাজ আমলের এই প্রতিষ্ঠানটি নতুন করে সংস্কার করে সোমবার থেকে ফের পরিষেবা দিতে শুরু করল । এদিন ওই হাসপাতালের উদ্বোধন করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
এই কর্মসূচিতে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর, মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও দক্ষিণ বিধানসভার বিধায়ক মিহির গোস্বামী সহ বিশিষ্ট জনেরা।
জানা গিয়েছে, এদিন এই অনুষ্ঠানের পাশাপাশি ওই এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ওই হাসপাতালে একটি ওয়েল লেস ক্লিনিক সহ একটি অনুশীলন কেন্দ্রও চালু করা হয়েছে ।
মানসিক শক্তি বৃদ্ধির জন্য সপ্তাহে একদিন করে পুলিশ কর্মীদের নিয়ে শিবির করা হবে। একজন মেডিকেল অফিসার সেখানে রয়েছেন।
আরও পড়ুনঃ করোনা রুখতে সচেতনতার প্রচার বামেদের
দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থায় পড়েছিল এই হাসপাতালটি। তবে নতুন করে শুরু হওয়ায় খুশি পুলিশকর্মীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584