নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নতুন স্ট্রেনের করোনা ভাইরাস অত্যন্ত দ্রুত গতিতে সংক্রমণ ছড়াচ্ছে বলেই গবেষকরা জানিয়েছেন। ব্রিটেনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপে হাসপাতালগুলির ভয়ঙ্কর অবস্থা। লন্ডনে ইনটেনসিভ কেয়ারের এক শীর্ষস্থানীয় চিকিৎসক তথা অধ্যাপক হিউ মন্টোগোমারি এ পরিস্থিতির জন্য যারা লকডাউনে বিধিনিষেধ ভেঙ্গেছে, মাস্ক ব্যবহারে ঢিলেমি করেছে মূলত তাদেরই দায়ী করেছেন।
তিনি বলেন, যারা লকডাউন,অন্যান্য কোভিড প্রটোকল ভাঙছেন, মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে রক্ত লেগে রয়েছে। লন্ডনের একটি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ রায় জানিয়েছেন, তাঁর গোটা চাকরিজীবনে হাসপাতালে রোগীর এমন চাপ তিনি আগে কখনো দেখেননি। তিনি জানিয়েছেন, তাঁর হাসপাতালে অতিরিক্ত শতাধিক বেড সংযোজন করেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না।
আরও পড়ুনঃ কবিতা লিখে নতুন বছরকে স্বাগত জানালেন মোদী
ড: রায় জানিয়েছেন, তাঁর হাসপাতালে বেড অনুযায়ী রোগী নেওয়া হয়। কিন্তু বেড সব পূর্ণ হয়ে এখন অন্য জায়গা যেমন ওয়েটিং এরিয়া, করিডোর সব রোগীর জন্য ম্যানেজ করা হয়েছে। সিদ্ধান্ত নিতেই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা যে কাকে আগে চিকিসৎসা করবেন। তিনি এও জানান যে রোগীর শুধু ডাক্তার নয় নার্স ও অন্যান্য প্যারামেডিক স্টাফ ও রুগীর সংখ্যার তুলনায় কমে গেছে।
আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের
করোনাভাইরাসের নতুন স্ট্রেনের উপস্থিতি জানার পর পুরনো সব স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন বিজ্ঞানীরা। এর আগে অব্দি চিকিৎসকরাও ভাবতে পারেননি যে এমন পরিস্থিতি নতুন করে তৈরি হতে পারে।
ব্রিটেনে এখন করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণ চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামগ্রিক যা পরিস্থিতি তাতে যাবতীয় কোভিড বিধি কঠোর ভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানী ও চিকিৎসক সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584