নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মমতা ব্যানার্জীর স্বপ্নের শালবনী সুপারস্পেশালিটি জিন্দাল ফাউন্ডেশন অধিগ্রহণ এর সাথে সাথে নতুন দিশা দেখালো রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে।সুপারস্পেশালিটি হাসপাতাল গুলির চলে আসা বিনামূল্য আউটডোর, রোগীর ভর্তি,ওষুধ,ক্লিনিক্যাল পরীক্ষাগুলি কর্পোরেট এর সামাজিক দায়িত্বপালন প্রকল্পের অধীনে চলবে। টাটা মেমোরিয়াল এইভাবে আজ লক্ষ লক্ষ মানুষের সেবা করে চলেছে,কর্পোরেট স্কীমের মাধ্যামে।সেই ধারনাকেই উসকে দিয়ে দীপাবলির প্রাক্কালে জঙ্গলমহলের এই পিছিয়ে পড়া এলাকার সাধারন মানুষের ক্ষেত্রে বিনামূল্যে চলে আসা সুবিধা সমস্ত পাওয়ার পাশাপাশি আরও বড় খবর সমস্ত সার্জারি গুলি চালু হবে এবং প্রশিক্ষণ প্রাপ্ত প্যারামেডিক্যাল স্টাফ জিন্দালের তরফে নিয়োগ হবে।উল্লেখ্য এলাকার জিন্দাল সিমেন্ট প্রকল্পে জমিদাতাদের পাশাপাশি স্থানীয় বেকার দেরও সুযোগ থাকবে কর্মসংস্থানের। বেসরকারি ভাবে পরিষেবা নিতে চাইলে এখানে পেইড আউটডোর ও ২৫% শয্যা থাকবে অর্থনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় থাকা মানুষের জন্য।এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেও সাধারন মানুষ ও বীমাতে অন্তর্ভুক্ত বিভিন্ন অংশের মানুষেরা পরিষেবা পাবে। আজকের দিনে জিন্দাল ফাউন্ডেশন এর মাধ্যমে বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা,বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পাবে সমাজের সর্বস্তরের মানুষেরা। বিরোধী রাজনৈতিক দলের একাংশ ঘোলা জলে মাছ ধরতে নেমে মানুষকে হাসপাতাল বেসরকারীকরন করা হচ্ছে বলে প্রচার করছে। সে সম্পর্কে জেলা স্বাস্থ্য দফতর এর আধিকারিক জানালেন, সরকারি পরিষেবা মানুষ যেমন পাচ্ছে ভবিষ্যতেও তাই পাবে, বিনামূল্যে ওষুধ,পরীক্ষা নিরীক্ষা সাথে ডাক্তারের পরামর্শ,এর সাথে সার্জারি বিভাগ চালু হলে এলাকায় চিকিৎসা পরিষেবায় নতুন দিগন্তের সূচনা হবে।
শালবনী ব্লক তৃনমূলের সভাপতি নেপাল সিংহ বলেন তিনি বিরোধীদের অপপ্রচার সম্পর্কে সচেতন, তাই মমতা ব্যনার্জীর এই পদক্ষেপ সম্পর্কে ও তার সুবিধা সম্পর্কে তিনি সংগঠনের মাধ্যমে পুরো শালবনী ব্লককে জানাবেন।তিনি আরও বলেন লিফলেট বিতরন এবং প্রচার মাধ্যম এর মাধ্যামে শুধু শালবনী এই হাসপাতালের উপর নির্ভরশীল কেশপুর,গোয়ালতোড়, চন্দ্রকোনা রোডের মানুষজনকে সচেতন করবেন বলে জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584