নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফিকশনের শুটিং শুরু হলেও এতদিন অবধি শুরু হয়নি নন ফিকশনের শুটিং। সম্প্রতি মুখ্যমন্ত্রীর সঙ্গে ইম্পা, প্রোডিউসার গিল্ড, ফেডারেশন, চ্যানেল এবং আর্টিস্ট ফোরামের মিটিঙে অনেক ছাড় মিলেছে শুটিঙের ক্ষেত্রে। যেমন ৩৫ জনের জনের জায়গায় এখন ৪০ জনকে নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। ছাড় মিলেছে আরও নানা ক্ষেত্রে।
এদিন নন ফিকশনের শুটিং শুরু করার আর্জি জানান জি বাংলার ক্লাস্টার হেড সম্রাট ঘোষ। সম্রাটের কথা মেনে নিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন শুটিং করা যাবে কিন্তু সেখানে দর্শক সমাগম করানো যাবে না। তাঁর নির্দেশ মেনে নিয়েই চালু হচ্ছে নন ফিকশনের শুটিং।
আরও পড়ুনঃ স্বপ্নডানা মেলে ১৩ জুলাই থেকে উড়বে ‘তিতলি’, শুরুতেই ভার্চুয়াল বিয়েবাড়ির ঝলক!
আগামী ১১ জুলাই থেকে ‘দিদি নম্বর ওয়ান সিজন ৮’ এবং ‘দাদাগিরি সিজন ৮’-এর নতুন পর্বের সম্প্রচার দেখবেন দর্শক। দুটির সম্প্রচারের সময় – ‘দিদি নম্বর ওয়ান সিজন ৮’ দেখবেন সোম থেকে শনি বিকেল ৫ টা এবং রবিবার রাত সাড়ে ৮ টায়। ‘দাদাগিরি সিজন ৮’ দেখবেন শনি ও রবি রাত সাড়ে ৯ টায়, জি বাংলায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584