মহা বুধবার ধামাকা! অনিন্দ্যর সামনে শ্রীময়ীর জন্মদিন পালন করল রোহিত সেন

0
266

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

বাংলা টেলিভিশনের হৃদয়হরণকারী ধারাবাহিক ‘শ্রীময়ী’। আর তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে। ফ্যানকূলের গ্রুপে শ্রীময়ীকে ঘিরে যে আলাপ আলোচনা চলে তাতে স্পষ্ট যে তারা কতখানি শ্রীময়ীর কাছাকাছি। তারা শ্রীময়ীকে ভালোবাসে। শ্রীময়ীর দুঃখে কাঁদে, সুখে হাসে। তারা দুষ্টু জুন আন্টির ব..ড় শত্রু। শ্রীময়ীকে জুন আঘাত করলেই খেপে ওঠে ফ্যানকূল। কিন্তু শ্রীময়ী জুনকে কোনও কথায় আহত করলে হাসি ফোটে ফ্যানকূলের মুখে।

Srimoyee | newsfront.co

শ্রীময়ীর জন্মদিনে যখন অনিন্দ্য জুনের পদোন্নতির জন্য কেক কাটার আয়োজন করল নিজের বাড়িতে, সেদিনও খেপে গিয়েছিল ফ্যানকূল। শ্রীময়ী অনুরাগীদের জন্য আছে একটা সুখবর। আজ শ্রীময়ী সেনগুপ্ত’র জন্মদিন। আর আজই তার অফিসের উদ্বোধন। রোহিত ও শ্রীময়ীর ফিতে কাটা সম্পন্ন হয়েছে তা ইতিমধ্যেই দেখে নিয়েছেন দর্শক। শুভক্ষণে গানও গেয়েছে ডিঙ্কা।

আরও পড়ুনঃ দিদা চাইতেন আমি ডাক্তার হইঃ ঊষসী রায়

Birthday celebration | newsfront.co

সবথেকে মজার কথা হল এদিন রোহিত-শ্রীময়ীর অফিসে হাজির হয় অনিন্দ্য, জুন, জাম্বো, অঙ্কিতাও। তাদের চোখের সামনে আজ যা ঘটবে তা বলাই বাহুল্য। প্রোমো ইতিমধ্যেই জানান দিয়েছে অনেককিছু। আজ্ঞে হ্যাঁ, অফিসেই কেক কাটবে শ্রীময়ী। সেই পর্বেই আজ জমজমাট হবে স্টার জলসার সন্ধে ৭ টার স্লট। দেখতে ভুলবেন না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here