নতুন এফ এম তরঙ্গের সূচনা ঝাড়গ্রামে

0
171

বদরুল আলম, ঝাড়গ্রাম :জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে একটি স্বয়ংসম্পূর্ণ এফএম রেডিও স্টেশন আনুষ্ঠানিক ভাবে চালু হল, নাম ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’

সি.এফ.এন্ড্রুজ মেমোরিয়াল স্কুলের দোতলায় ‘রেডিও মিলন ৯০.৪ এফএম’ এর উদ্বোধন করেন পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। এছাড়াও রয়েছেন বিধায়ক সুকুমার হাঁসদা, জেলাশাসক আর অর্জুন, সহ জেলাশাসক টি বালাশুভ্রামানিয়াম, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতোসহ বিশিষ্ট আধিকারিকা।

এই রেডিও স্টেশন থেকে সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ৬০ শতাংশই হবে ‘লাইভ’ এবং সেখানে থাকবে ঝাড়গ্রামের নিজস্ব সংস্কৃতির ছোঁয়া । রেডিও জকিদের সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে পারবেন শ্রোতারা । শোনা যাবে পছন্দের গান । গান গাইলেন মন্ত্রী চূড়ামনী মাহাত ও লাইভ শো তে বক্তব্য রাখলেন বিধায়ক সুকুমার হাঁসদা, জেলাশাসক আর অর্জুন, সহ জেলাশাসক টি বালাশুভ্রামানিয়াম, মহকুমাশাসক নকুলচন্দ্র মাহাতো সহ বিশিষ্ট আধিকারিকরা ।


রেডিও কেন্দ্রের অধিকর্তা মিলন চক্রবর্তী জানালেন , একশো কিলোমিটার এলাকা জুড়ে শোনা যাবে অনুষ্ঠান । পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কিছু এলাকাতেও এফএম শোনা যাবে । জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে এফএম রেডিও সেট দেওয়ার পরিকল্পনাও রয়েছে । স্থানীয় যুবক-যুবতীদের ‘রেডিও জকি’ হিসেবে বেছে কর্মসংস্থানের দিকটিও ভাবা হয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here